বাংলাহান্ট ডেস্ক: এক সময়ে আইপিএলের দৌলতে প্রায়ই একসঙ্গে দেখা মিলত শাহরুখ খান (Shahrukh Khan) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একজন ছিলেন কেকেআরের মালিক, অন্যজন প্রাক্তন ক্যাপ্টেন। কিন্তু পরবর্তী কাল কেকেআর থেকে সৌরভকে সরিয়ে দেওয়া নিয়ে বেশ মনোমালিন্যের খবর পাওয়া গিয়েছিল দুজনের মধ্যে। সেসব অবশ্য এখন অতীত। আবারো একে অপরের গুডবুকে চলে এসেছেন দুজন।
আর এবার ফের একসঙ্গে হাজির হতে চলেছেন শাহরুখ এবং সৌরভ। এবার আর খেলার মাঠে নয়, চলচ্চিত্র উৎসবের মঞ্চে। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলবে বাংলার মহারাজ এবং বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরেরও।
বৃহস্পতিবারই বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘোষনা করেন। প্রতিবারের মতো এবারেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
এ বছর চলচ্চিত্র উৎসবে মুম্বই থেকে বিশেষ অতিথি হিসাবে আসবেন বাংলার মেয়ে জামাই জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন। শাহরুখের আসা নিয়ে সংশয় ছিল। তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, কিং খান আসছেন। পাশাপাশি সৌরভকেও আমন্ত্রণ জানানো হবে।
এর আগে একাধিক বার KIFF এর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন অমিতাভ জয়া। এসেছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাই’ শাহরুখও। এমনকি করোনার সময়ে ভার্চুয়ালিও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। করোনা আবহে দুবার পেছানোর পর চলতি বছর এপ্রিলেই অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একই বছরে দু বার করে চলচ্চিত্র উৎসবের আয়োজন নিয়ে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।