বিতর্কের মাঝেও গর্ব, সর্বকালীন সেরা ৫০ অভিনেতার মধ‍্যে একমাত্র ভারতীয় শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান (Shahrukh Khan), নামটার সঙ্গেই এখন জড়িয়ে গিয়েছে বিতর্ক। একটা লম্বা সময় পার করে বড়পর্দায় ফিরছেন তিনি। অথচ কামব‍্যাকের ঢের আগেই শাহরুখকে নিষিদ্ধ করার দাবি উঠছে। হিন্দু ধর্ম এবং সংষ্কৃতিকে অপমান করার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। এমনকি তাঁকে পাকিস্তান গিয়ে থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এবার একটা খবর পাওয়া গিয়েছে যাতে ভারতীয় হিসাবে গর্ব হওয়া উচিত শাহরুখের জন‍্য।

এম্পায়ার ম‍্যাগাজিন সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল। সেখানে সর্বকালের সেরা ৫০ অভিনেতার নাম উঠে এসেছে। বিভিন্ন দেশ, বিভিন্ন ভাষাভাষীর অভিনেতাদের মধ‍্যে একমাত্র ভারতীয় হিসাবে নাম রয়েছে শাহরুখ খানের। কুছ কুছ হোতা হ‍্যায়, দেবদাস, স্বদেশ, মাই নেম ইজ খান এর মতো ছবির আইকনিক চরিত্রগুলির কথা উল্লেখ রয়েছে ছবিতে।


আল পাচিনো, হোয়াকিন ফিনিক্স, লিওনার্দো ডিক‍্যাপ্রিও, টম হ‍্যাঙ্কসের মতো অতীব জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে একই তালিকায় নাম উঠে এসেছে শাহরুখেরও। ভারতীয় হিসাবে সবসময় বিশ্ববাসীকে নমস্কার জানিয়ে এসেছেন তিনি। প্রতিবেদনে শাহরুখের ‘যব তক হ‍্যায় জান’ ছবিতে আইকনিক সংলাপটিও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, চার বছর পর ‘পাঠান’ ছবির হাত ধরেই কামব‍্যাক করতে চলেছেন শাহরুখ। বিতর্কের মাঝেই ছবির আরো একটি গান আনার ঘোষনা করেছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। ‘বেশরম রঙ’ এর পর এবার আসতে চলেছে ‘ঝুমে যো পাঠান’। সেই গানের প্রথম লুক সম্প্রতি শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।

প্রথম লুকে শাহরুখ ওরফে পাঠানের দেখা মিলেছে বুকের বোতাম খোলা সাদা শার্ট, কালো প‍্যান্টে। বড় চুল বাঁধা খোঁপায়, চোখে সানগ্লাস। পাশে কালো হট প‍্যান্ট, বাদামী টপ আর হাঁটু পর্যন্ত রূপোলি বুটস পরে দাঁড়িয়ে দীপিকা। একটি হলুদ গাড়ির সামনে দাঁড়িয়ে দুজনে। পরিচালকের তরফে জানানো হয়েছে, এই গানটিতে পাঠানের আসল মেজাজ ধরা পড়বে। উপরন্তু শাহরুখকে এই গানে নাচতেও দেখা যাবে।

X