স্পাইডার ম্যান-অ্যাভেঞ্জার্সে অভিনয়ের সুযোগ! শাহরুখের হলিউড কেরিয়ারে কাঁটা হন সলমন, কিন্তু কেন?

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিগুলির যেমন বলিউড একটা স্বপ্নপূরণের জায়গা, তেমনি বলিউডের অভিনেতা অভিনেত্রীদের কাছে হলিউড (Hollywood) একটা স্বপ্নের মতো। ইংরেজি ছবির জগৎটা ঠিক কেমন তা অবশ্য কয়েকজন বলিউড তারকা জানেন। ইমরান খান থেকে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনরা ডেবিউ করেছেন হলিউডে (Hollywood)। তবে জানলে অবাক হবেন, আরো এক বলিউড নায়কের কাছে নাকি এসেছিল হলিউড (Hollywood) ছবিতে অভিনয়ের প্রস্তাব।

হলিউডের (Hollywood) প্রস্তাব পান শাহরুখ

জুরাসিক পার্ক, স্পাইডার ম্যান, অ্যাভেঞ্জার্স এর মতো ছবি ব্লকবাস্টার হিট হয়েছে সারা বিশ্বে। আর এইসব ছবিতেই নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ খান। কিন্তু কোনো ছবিতেই অভিনয় করেননি তিনি। ফিরিয়ে দিয়েছেন সেসব সুবর্ণ সুযোগ। কেন?

আরো পড়ুন : ‘খুলেও দেখেনি একবার’! কাঞ্চনকে নিয়ে অভিমানী শ্রীময়ী

সলমনের জন্য ফিরিয়ে দেন প্রস্তাব

হলিউডের (Hollywood) ছবিতে সুযোগ পাওয়ার কথা নিজে মুখেই স্বীকার করেছেন শাহরুখ। আর সেই সুযোগ নাকি তাঁকে ফিরিয়ে দিতে হয়েছিল সলমন খানের জন্য। কীরকম? সম্প্রতি আবু ধাবিতে আইফা অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব সামলাতে সামলাতেই এমন কথা ফাঁস করেন শাহরুখ। তিনি জানান, একগুচ্ছ হলিউড (Hollywood) ছবিতে অভিনয়ের অফার নাকি এসেছিল তাঁর কাছে।

আরো পড়ুন : বিতর্ক-ট্রোল সব অতীত, আরজিকর ভুলে পুরনো প্রেমে মজলেন ঋতুপর্ণা, কে ফিরে এল জীবনে?

সুপারহিট ছবিতে এসেছিল অফার

শাহরুখের কথা শুনেই খুব নিরীহ গলায় ভিকি কৌশল জিজ্ঞাসা করেন, তাঁর প্রিয় হলিউড (Hollywood) ছবি ‘অ্যাভেঞ্জার্স’এ অভিনয়ের সুযোগ তিনি পেয়েছিলেন কিনা। শাহরুখ সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘অবশ্যই’! তবে অভিনয় করলেন না কেন? শাহরুখের উত্তর, ওই ইনফিনিটি স্টোনটা তো ছিল সলমনের কাছে। তিনি চেয়েছিলেন, কিন্তু সলমন কিছুতেই দিলেন না। তাই বাধ্য হয়ে প্রস্তাব ফেরাতে হল। শাহরুখ যে এখানে সলমনের হাতের ফিরোজা স্টোন ব্রেসলেটের কথা বলেছেন তা স্পষ্ট।

Hollywood

এখানেই শেষ নয়। শাহরুখ আরো বলেন, জুরাসিক পার্ক এবং স্পাইডার ম্যান ছবিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে কেন করলেন না? কিং খানের সাফাই, জুরাসিক পার্কে যদি ডাইনোসরটিকে তিনি ‘পালট পালট পালট’ বলতেন, তাহলে কি ভালো লাগত? তাই আর করেননি। আবার স্পাইডার ম্যান মুখোশ পরে থাকেন সবসময়। তাহলে দর্শকরা তাঁর এই মিষ্টি ডিম্পল দুটো দেখত কী করে? শাহরুখের উত্তর শুনেই হইহই করে ওঠেন দর্শকরা। তিনি যে মজা করে সবটা বলেছেন তা যেমন স্পষ্ট, আবার শাহরুখের রসবোধের প্রশংসাও করেছেন অনেকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর