ছেলের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক শাহরুখ এর? অবশেষে জানিয়েই দিলেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক : মাদক কাণ্ডে নাম জড়ানোর পর থেকে খবরের শিরোনামে থাকেন বলিউড (Bollywood) বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) । কখনও ব্যক্তিগত জীবন তো কখনও আবার তাঁর কর্মজীবন নিয়ে বিস্তর জলঘোলা হয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায়। সদ্য বলিউড সফর শুরু হয়েছে তাঁর। যদিও অভিনয় নয়, তিনি বেছে নিয়েছেন পরিচালকের দায়িত্ব। পাশাপাশি তিনি খুলেছেন নিজের পোশাক ব্র্যান্ড।

সম্প্রতি ছেলের পোশাক সংস্থা  ‘ডি’ওয়াইএভিওএল এক্স’- এর হয়ে বিজ্ঞাপনের শ্যুট সেরেছেন শাহরুখ খান। সেই বিজ্ঞাপনেরও পরিচালক ছিলেন আরিয়ান খান। বাবাকে তিনি বলেছেন লাইট, ক্যামেরা, অ্যাকশন। বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন তা আগেই জানিয়েছিলেন শাহরুখ পুত্র। আর এবার বাড়ির বড় ছেলেকে নিয়ে মুখ খুললেন অভিনেতা।

Shah Rukh Khan

সোশ্যাল মিডিয়ার ঘুরে বেড়াচ্ছে শাহরুখ খানের এক পুরনো সাক্ষাৎকার। সেখানেই আরিয়ানের প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমি আরিয়ানের মধ্যে আমার নিজের ছোটবেলা দেখতে পাই। তবে আমার চাইতে ও অনেকটাই পরিণত। ও জীবনের ইচ্ছে যে ও একজন পরিচালক হবে। আর তা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে’।

অভিনেতার সংযোজন, ‘মাঝে মাঝেই আমি আর আরিয়ান নিজেদের মধ্যে নানান কথা আলোচনা করি। ওর আর আমার সম্পর্ক একেবারেই বন্ধুর মত। আমরা নিজেদের মধ্যে মাত্রাতিরিক্ত রসিকতাও করি। জীবনে অনেক বড় হতে চায় আরিয়ান। সেকথা একবার নিজেই জানিয়েছিল আমাকে’।

Shah Rukh Khan

উল্লেখ্য, কেবলমাত্র পোশাক সংস্থাই নয়। নানাভাবে ব্যবসায় মনোযোগ দিয়েছেন আরিয়ান। পাশাপাশি চলছে শিল্পচর্চা। ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। জানা যাচ্ছে, একটি ওয়েব সিরিজের পরিচালনা করছেন তিনি, যেটির প্রযোজক শাহরুখ-গৌরী খানের সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

additiya

সম্পর্কিত খবর