ফিরছে নব্বইয়ের রোম‍্যান্স, বড়পর্দায় আবারো শাহরুখ-কাজল জুটির নস্টালজিয়া

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে সবথেকে সফল ও জনপ্রিয় জুটিদের মধ‍্যে অন‍্যতম শাহরুখ খান (shahrukh khan) ও কাজল (kajol)। নব্বইয়ের দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছে এই জুটি। একের পর এক হিট ফিল্ম উপহার দিয়েছে দর্শককে যা এখনো পর্যন্ত একই রকম জনপ্রিয় রয়েছে। ছয় বছর আগে ‘দিলওয়ালে’ পুনর্মিলিত হয়েছিলেন শাহরুখ কাজল। তবে সেই ছবি একেবারেই ফ্লপ হয়েছিল বক্স অফিসে।

এবার শোনা যাচ্ছে ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ এবং কাজল। গত বছর থেকেই বড়পর্দায় কিং খানের কামব‍্যাক নিয়ে জল্পনা কল্পনা চলছে। তাঁর বিপরীতে অভিনয়ের জন‍্য একাধিক অভিনেত্রীর নাম উঠে এসেছে এখনো পর্যন্ত। তাঁদের মধ‍্যে একজন তাপসী পন্নু। কিন্তু সেই খবরে কিছুটা পরিবর্তন হয়েছে।

74455645
শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাপসী, তবে তাঁর বিপরীতে নয়। বরং শাহরুখের নায়িকা হচ্ছেন কাজল। অভিবাসন নিয়ে নাকি তৈরি হতে চলেছে গল্প। পঞ্জাব থেকে কানাডা পাড়ি দেবে এক দম্পতি। এই দম্পতির চরিত্রেই অভিনয় করতে চলেছেন শাহরুখ কাজল। আরো খবর, ছবিতে অভিনয় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বিদ‍্যা বালান, মনোজ বাজপেয়ী ও বোমান ইরানি।

932424 shahrukhkhan kajol ddlj
বিদ‍্যা বালানের চরিত্রটি শাহরুখ কাজলকে ভারত থেকে কানাডা যেতে সাহায‍্য করবে এবং তাপসী একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন যিনি কিনা এই পুরো খবরটি পরিবেশন করবেন। তবে মনোজ ও বোমানের চরিত্র সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ছবিটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। ছবিটি হাস‍্যরসের মোড়কে থাকবে বলেই খবর সূত্রের।

তবে এই ছবির বিষয়ে এখনো কোনো কিছুই ঠিক হয়নি। অভিনেতা অভিনেত্রীদের গল্পটি কেবল শুনিয়েছেন পরিচালক। সমস্ত কিছু ঠিক থাকলে তারপরেই ছবির বিষয়ে ঘোষনা করা হবে। শোনা যাচ্ছে শাহরুখ ও হিরানি মিলিত ভাবে প্রযোজনা করবেন ছবিটির।

Niranjana Nag

সম্পর্কিত খবর