বাংলাহান্ট ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) মঞ্চ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। প্রতিশ্রুতি রক্ষা করে KIFF এর উদ্বোধনী মঞ্চ আলো করলেন শাহরুখ খান (Shahrukh Khan)। সেই সঙ্গে কটাক্ষ ছুঁড়লেন নিন্দুকদের উদ্দেশেও। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কিং খান।
১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষে শহরের বুকে বসেছিল চাঁদের হাট। সেজে উঠেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। মুম্বই থেকে এসেছিলেন একাধিক তারকা। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রানি মুখার্জি, অরিজিৎ সিং এর মতো তারকারা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সোশ্যাল মিডিয়া, ট্রোলিং এবং নেতিবাচকতা নিয়ে বক্তব্য রাখেন। সদ্য মুক্তি পেয়েছে তাঁর আসন্ন ছবি ‘পাঠান’ এর প্রথম গান ‘বেশরম রঙ’। আর তারপরেই ছবি এবং গানটি বয়কটের ডাকে উত্তাল নেটপাড়া। এদিন সরাসরি পাঠানের বিষয়ে মন্তব্য না করলেও শাহরুখ বলেন, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতা অত্যন্ত বেড়ে গিয়েছে।
KIFF এর মঞ্চ থেকে শাহরুখ বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমটা সিনেমা এবং অন্যান্য বিষয় নিয়ে মতামত প্রকাশের মূল মঞ্চ হয়ে উঠেছে। অভিনেতা বলেন, তিনি কোথাও একটা পড়েছিলেন যে নেতিবাচকতা সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়ায়। এতে মানুষের মধ্যে বিভেদ এবং ধ্বংসাত্মক মানসিকতাও বাড়ছে বলে মন্তব্য করেন কিং খান।
শাহরুখ স্পষ্ট বলেন, ‘কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতা ছড়াচ্ছেন। দুনিয়া যা কিছু করে নিক। আমি, আপনি আরো যতজন ইতিবাচক মানুষ আছেন, সকলে বেঁচে আছেন আর ইতিবাচক থাকবেন।’
#WATCH | No matter what the world does, people like us will stay positive: Shah Rukh Khan at Kolkata International Film Festival pic.twitter.com/QL6uyRFACS
— ANI (@ANI) December 15, 2022
KIFF এর মঞ্চে বক্তৃতার শুরুতেই বাংলায় সবাইকে সম্ভাষণ করেন শাহরুখ। হাসিমুখে বলেন, দিদি, দাদা, বাংলার জামাই অমিতাভ বচ্চন, জয়া আন্টিকে দেখে খুব ভাল লাগছে। বেশ কয়েক বছর ধরে কলকাতায় আসেননি তিনি। এতদিন পর এসে আপ্লুত শাহরুখ।