বাস্তব জীবনে লভ জিহাদ! গৌরিকে বিয়ের আগে ধর্মীয় বিদ্রোহের মুখে পড়েছিলেন শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: সংবাদ শিরোনামে মাঝে মধ্যেই উঠে আসে ‘লভ জিহাদ’ (Love Jihad) এর প্রসঙ্গ। নানান অপরাধের ভয়াবহতা কাঁপুনি ধরিয়ে দেয় বুকে। তারপর সেখান থেকে রাজনৈতিক মহল এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের তর্ক বিতর্ক। বলিউডেও যে একসময় এমন ঘটনা ঘটেছিল আর তা স্বয়ং শাহরুখ খানের (Shahrukh Khan) সঙ্গে তা কি জানতেন? গৌরি খানকে (Gauri Khan) বিয়ের আগে একাধিক জায়গা থেকে বাধার মুখে পড়েছিলেন তিনি।

শাহরুখ নিজে মুসলিম ধর্মাবলম্বী। অন্যদিকে গৌরি হিন্দু। তরুন বয়সেই তাঁর প্রেমে পড়েন শাহরুখ, প্রথম দেখাতেই। তখন অবশ্য তাঁর অভিনেতা হওয়ার দেরি আছে। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু বিষয়টা অতটা সহজ ছিল না। একাধিক বার বাধার মুখে পড়েছিলেন শাহরুখ। এমনকি আপত্তি করেছিলেন গৌরি নিজেই।

shahrukh gauri

গৌরির পর বাধা আসে তাঁর পরিবারের তরফে। আর সবশেষে কিছু ধর্মীয় সংগঠন আপত্তি তোলে। অবশ্য শাহরুখ সবটাই খুব যুক্তি দিয়ে গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আজ তিনি স্যুট পরে ঘোরেন, চুল পরিপাটি করে আঁচড়ানো থাকে। কিন্তু যে সময়কার কথা তিনি বলছেন, তখন তাঁর চুল এলোমেলো ভাবে কপালের উপরে ছড়ানো থাকত। তিনি অন্য ধর্মের। আবার একজন অভিনেতা হওয়ার স্বপ্ন।

শাহরুখ বলেছিলেন, তিনি যদি গৌরির বাবা মায়ের জায়গায় থাকতেন, তাঁর মেয়ে থাকত আর তাঁর কাছে কেউ এসে এমন কথা বলত তাহলে তিনিও ঘাড়ধাক্কাই দিতেন। পরে অবশ্য তাঁদের বিয়ের সিদ্ধান্তে রাজি হয়েছিলেন গৌরির বাবা মা। কিন্তু আপত্তি এসেছিল অন্য দিক দিয়ে।

shah rukh gauri 1

শাহরুখ জানান, তাঁরা আদালতে বিয়ের রেজিস্ট্রেশনের আবেদন করেছেন জানতে পেরেই কিছু ধর্মীয় সংগঠন ক্ষেপে ওঠে। বিদ্রোহ শুরু হয় শাহরুখ গৌরির বাড়ির বাইরে। অভিনেতা সাক্ষাৎকারে বলেছিলেন, কোর্টে ম্যারেজ রেজিস্টার করলে এক মাস সময় লাগত। এদিকে তিনি মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে করছেন জেনে কিছু ধর্মীয় সংগঠন শোরগোল ফেলে দিয়েছিল।

এক বন্ধুর বাড়ির ঠিকানা দিয়েছিলেন শাহরুখ। সেই বাড়ির বাইরে পাথর মারার মতোও ঘটনা ঘটেছিল। শেষে লুকিয়ে বিয়ে করতে বাধ্য হন শাহরুখ গৌরি। যদিও স্ত্রীকে কোনোদিনই ধর্ম বদলানোর জন্য চাপ দেননি অভিনেতা। তিনি নিজে বাড়িতে সব ধর্মীয় উৎসবও পালন করেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর