বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি বিজেপির (bjp) সহ সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা অভিযোগ করেন বলিউডের কয়েকজন প্রথম সারির তারকাদের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI ও পাকিস্তানি সেনার। একটি টুইটে এমনই বিষ্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর এই অভিযোগের পরেই শোরগোল শুরু হয় বিভিন্ন মহলে।
যদিও বিজেপি নেতা সরাসরি কোনও তারকার নাম উল্লেখ করেননি। কিন্তু তাঁর এই চাঞ্চল্যকর অভিযোগের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে কিছু ছবি যেখানে শাহরুখ খান (shahrukh khan) ও তাঁর স্ত্রী গৌরি খানের (gauri khan) সঙ্গে দেখা যায় টোনি আসাইকে (tony ashai)। শোনা যাচ্ছে, শাহরুখ ও গৌরির সঙ্গে ব্যবসায়িক সূত্রে যোগাযোগ রয়েছে টোনির।
কে এই টোনি আসাই?
জন্মসূত্রে কাশ্মীরি হলেও বর্তমানে আমেরিকার বাসিন্দা টোনি আসাই। বহুবার ভারত বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, আমেরিকায় বসে কাশ্মীরি যুবকদের ভারতের বিরোধী কার্যকলাপে ইন্ধন দেওয়া, ভারতীয় সেনাদের উপর পাথর ছোঁড়া থেকে কাশ্মীরি যুকদের জঙ্গি কার্যকলাপে ইন্ধন দেওয়ার মতো গুরুতর অভিযোগ টোনির বিরুদ্ধে রয়েছে বলে খবর। এই টোনির সঙ্গেই শাহরুখ ও গৌরির ছবি ভাইরাল হতে শুরু করেছে সম্প্রতি।
শুধু টোনি আসাই নন, পাকিস্তানি রেহান সিদ্দিকির সঙ্গেও নাকি যোগাযোগ রয়েছে বলিউড বাদশার। জানা গিয়েছে, হাউজস্টোন নিবাসী রেহান সিদ্দিকি একটি রেডিও চ্যানেল চালান। ওই রেডিও চ্যানেল থেকে প্রায়ই ভারত বিরোধী মন্তব্য করা হয়। এমনকি রেহানের ওই রেডিও চ্যানেল থেকেই পুলওয়ামা হামলা ও বালাকাট এয়ার স্ট্রাইকের সময় ভারত বিরোধী মন্তব্য করা হয় বলে খবর।
রিপোর্টে প্রকাশ, বলিউডের কয়েকজন বড় তারকা সহ দক্ষিণ এশিয়ার তারকাদের নিয়ে আমেরিকায় বহু বড় অনুষ্ঠান করিয়েছেন রেহান সিদ্দিকি। তাঁর ভারত বিরোধী মন্তব্য নিয়ে অভিযোগ করেন শিবসেনা সাংসদ। এরপরেই ভারতের বিদেশ মন্ত্রক রেহান সিদ্দিকিকে কালো তালিকাভুক্ত করে।