শেষে কিনা ‘গাধা’র চরিত্র! রাজকুমার হিরানির প্রস্তাব শুনে হতবাক শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিং খান কি আর সাধে বলে? চার বছর চুপটি করে বসে থাকার অবশেষে গা ঝাড়া দিয়ে উঠে বসেছেন তিনি। আর তারপরেই একের পর এক তিন তিনটি ছবির ঘোষনা! অবসর নেওয়ার সময় বোধকরি এখনো হয়নি শাহরুখ খানের (Shahrukh Khan)। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’, অ্যাটলির ছবির পরে রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে ‘ডাঙ্কি’ হয়ে ফিরছেন বাদশা।

সেই ২০১৮ তে মুক্তি পেয়েছিল ‘জিরো’। নামের সার্থকতা প্রমাণ করে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সে ছবি। তারপরেই এক রকম স্বেচ্ছায় বিরতিতে চলে গিয়েছিলেন শাহরুখ। প্রযোজনা করছিলেন। কিন্তু অভিনয়ের ফেরার নামও করছিলেন না।


তখন থেকেই গুঞ্জন চলছিল, রাজকুমার হিরানির সঙ্গে কামব‍্যাক করবেন কিং খান। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘পিকে’, ‘সঞ্জু’ হিটের সংখ‍্যা বড় কম নেই পরিচালকের ঝুলিতে। এহেন রাজকুমারের সঙ্গে কাজ করার আভাস দিয়েছিলেন শাহরুখও। আরো শোনা গিয়েছিল, তাঁর বিপরীতে থাকছেন তাপসী পন্নু। বিশেষ চরিত্রে ভিকি কৌশল।

অনুরাগীদের আর অপেক্ষা করাতে রাজি হননি শাহরুখ। অবশেষে শুভ দিন দেখে ঘোষনাটা সেরেই ফেলেছেন পরিচালক অভিনেতা দুজনেই। একটি ভিডিও দিয়ে নতুন ছবির খবর দিয়েছেন তাঁরা। ছবিতে কমেডি আছে, আবেগ আছে, রোম‍্যান্সও আছে। শুধু দু হাত ছড়িয়ে শাহরুখের আইকনিক পোজে আপত্তি রাজকুমারের। সে পরিচালক বললে হাত কেটে ফেলতেও রাজি শাহরুখ!


শুধু নাম শুনেই হোঁচট খেলেন কিং খান। ছবির নাম ‘ডাঙ্কি’। কিন্তু অভিনেতা শুনেছেন ‘ডঙ্কি’ মানে গাধা! নিজেকে বুঝি একবার সেই চরিত্রে ভেবেই হতভম্ব হয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে শাহরুখের ভুল শুধরে দেন পরিচালক। তাও ইতস্তত ভাব অভিনেতার। নিজেকেই নিজে বলেন, “কে জানে কী বানাচ্ছে। যাই হোক নিয়ে নে শাহরুখ!”

https://www.instagram.com/tv/Cch39UggjOQ/?igshid=YmMyMTA2M2Y=

ভিডিওটি শেয়ার করে কিং খান লিখেছেন, ‘স‍্যার, আপনি তো আমার স‍্যান্টা ক্লজ! আপনি শুরু তো করুন, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থাকতে শুরু করে দেব। আপনার সঙ্গে কাজ করতে পেরে খুব উত্তেজিত।’ তাপসী পন্নুকেই দেখা যাবে শাহরুখের বিপরীতে। আগামী বছর ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ডাঙ্কি’।

সম্পর্কিত খবর

X