ছেলের জন‍্য হওয়া ক্ষতির দ্বিগুণ উসুল, এবার নিজের নামে OTT প্ল‍্যাটফর্ম আনলেন শাহরুখ!

বাংলাহান্ট ডেস্ক: একেই বলে বাদশাহী কামব‍্যাক। টানা কয়েক মাস মুখ লুকিয়ে থাকার পর একের পর এক চমক দিচ্ছেন শাহরুখ খান (Shahrukh Khan)। ধামাকাদার বিজ্ঞাপনের ভিডিও থেকে শুরু করে ‘পাঠান’ মুক্তির তারিখ ঘোষনা, কোনোটাতেই নেটিজেনদের অবাক করতে বাকি রাখছেন না বাদশা। এতদিন সোশ‍্যাল মিডিয়া থেকে দূরে থাকার দাম যেন সুদে আসলে উসুল করে নিচ্ছেন তিনি।

এবার ডিজিটাল দুনিয়াতেও পা রাখতে চলেছেন কিং খান। না, অন‍্যান‍্যদের মতো ওয়েব সিরিজ বা ছবিতে অভিনয় দিয়ে ডিজিটাল প্ল‍্যাটফর্মে অভিষেক করছেন না তিনি। বলিউডের বাদশা বলে কথা, ব‍্যাপার স‍্যাপার তো রাজকীয় হবেই। নিজের নামে আস্ত একখানা OTT প্ল‍্যাটফর্মই বানিয়ে ফেলেছেন তিনি!

shahrukhkhan 1585850534
মঙ্গলবার নেটনাগরিকদের বড়সড় চমক দিয়েছেন শাহরুখ। নিজের ছবির সঙ্গে OTT প্ল‍্যাটফর্মের লোগোর ছবিও শেয়ার করেছেন তিনি। প্ল‍্যাটফর্মের নাম দিয়েছেন ‘এসআরকে প্লাস’ (SRK+)। ক‍্যাপশনে তিনি হিন্দিতে লিখেছেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ‍্যায়, OTT কী দুনিয়া মে।’ নেটিজেনদের একাংশের দাবি, ছেলে আরিয়ানের জন‍্য এতদিন যত ক্ষতি হয়েছে তার দ্বিগুণ এবার উসুল করে নেবেন বাদশা।

https://www.instagram.com/p/CbHOCOGommx/?utm_medium=copy_link

আগামীতে ‘পাঠান’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। ২ রা মার্চ পাঠানের টিজার প্রকাশ‍্যে আনেন বাদশা। আগামী বছর ২৫ জানুয়ারি পর্দায় ফিরবেন তিনি। আর ফিরবেনও কিং খানের মতোই। অন্তত টিজারে তো তেমনি আভাস মিলল। দেশপ্রেম উসকে দিয়ে ঠিক প্রজাতন্ত্র দিবসের আগের দিনটাই নিজের ছবির জন‍্য বুক করে নিয়েছেন শাহরুখ। ছবিতে রয়েছেন শাহরুখ খান ও জন আব্রাহাম।

এরপর দুবাই ট‍্যুরিজমের একটি বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছেন শাহরুখ। একথা সকলেই জানেন, দুবাই ভ্রমণের ‘বি মাই গেস্ট’ প্রকল্পের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখ। সাম্প্রতিক প্রকাশ‍্যে আসা বিজ্ঞাপনী ভিডিওতে পাঠান লুকেই দেখা মিলেছে কিং খানের।

Niranjana Nag

সম্পর্কিত খবর