বাংলাহান্ট ডেস্ক: ‘পাঠান’ রূপে কামব্যাক করার পরেই ভাগ্য খুলেছে শাহরুখ খানের (Shahrukh Khan)। বহু বিতর্ক, ফতোয়া, বয়কটের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে ব্লকবাস্টার হিট হয়েছে ছবিটি। পাঠানের সঙ্গে সঙ্গেই সুদিন ফিরেছে বলিউডের। খানের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে হিন্দি ইন্ডাস্ট্রি। আর সেই সঙ্গে নয়া পালক জুড়েছে শাহরুখের বিজয় মুকুটে।
দীর্ঘ চার বছর অপেক্ষা করানোর পর বড়পর্দায় পা রেখেছেন কিং খান। পাঠানের উপরে তাঁর কেরিয়ারের ভবিষ্যৎ নির্ভর করছিল। সে ছবি মান রেখেছে বলিউড বাদশার। মুক্তির এত দিন পরেও প্রেক্ষাগৃহে চলছে পাঠান। শাহরুখকেও পা দোলাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবার বিশ্বের সবথেকে প্রভাবশালীদের তালিকায় বিরাট ভূমিকা দখল করলেন তিনি।
প্রতি বছর সারা বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যক্তিদের (Most Influential Person) একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে জায়গা করে নেন বিশ্বের নামীদামী তারকা, ক্রীড়াবিদ এবং ধনকুবেররা। টাইম পত্রিকার তরফে প্রকাশ করা হয় এই তালিকা। এবারে তালিকার শীর্ষস্থানটি দখল করেছেন শাহরুখ খান।
কিছুদিন আগে হওয়া অনলাইন ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন সারা বিশ্বের প্রায় ১২ লক্ষ মানুষ। ৪ শতাংশ মানুষের ভোট পেয়েছেন শাহরুখ। প্রথম স্থানে শাহরুখ জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত এসআরকে ভক্তরা। বলিউড তারকার উর্দ্ধে উঠে একজন আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন কিং খান। তাঁর জনপ্রিয়তার সামনে ফিকে হয়ে গিয়েছেন মেসি, এলন মাস্করাও।
বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি রয়েছেন পাঁচ নম্বর স্থানে। নাম রয়েছে মার্কিন ধনকুবের এলন মাস্ক, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গেরও। দ্বিতীয় এবং তৃতীয় স্থানটিও বেশ উল্লেখযোগ্য। দু নম্বরে রয়েছেন ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়ানো মহিলারা, যারা মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন। আর তৃতীয় স্থানে রয়েছেন গোটা বিশ্বের স্বাস্থ্যকর্মীরা।
প্রসঙ্গত, শাহরুখের আন্তর্জাতিক খ্যাতির কথা সকলেই জানেন। হলিউড তারকাদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তাঁর। সম্প্রতি নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে সেকথা প্রমাণ হয়ে গিয়েছে। কাজের কথায় আসলে, আগামীতে ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ দুটি ছবিতে দেখা যাবে শাহরুখকে।