বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তিনি কিং খান। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার। শাহরুখ খান (Shahrukh Khan)। তাঁর নামটাই যথেষ্ট প্রেক্ষাগৃহে দর্শক টানার জন্য। দীর্ঘ চার বছরের বিরতির পর তিন তিনটি ছবি নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। বলিউডে তাই নিয়েই শোরগোল। ওদিকে অভিনেতা ব্যস্ত মুদির দোকানে।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। মুদির দোকানে রীতিমতো সাধারণ মানুষের মতোই জিনিস কিনতে দেখা গেল শাহরুখকে। তবে এটা এ দেশের কোনো মুদির দোকান নয়। বিদেশের ঝাঁ চকচকে সুপারমার্কেটে কেনাকাটি করতে দেখা গেল তাঁকে। এই মুহূর্তে সৌদি আরবের জেড্ডা শহরে রয়েছেন বলিউড বাদশা। সেখানে ‘ডাঙ্কি’ ছবির শুটিং করছেন তিনি।
রবিবার জেড্ডার ওয়াটারফ্রন্টে একটি সুপারমার্কেটে দেখা মিলল শাহরুখের। তবে তাঁকে এক ঝলকে দেখে চেনা দায়। পরনে জিন্স, জ্যাকেট, মাথায় টুপি, চোখে সানগ্লাস। ভাইরাল ছবিতে এক মনে তাকে রাখা জিনিসপত্রের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। অন্য একটি ভিডিওতে দেখা গেল মুম্বই বিমানবন্দরে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ।
#ShahRukhKhan𓀠 @iamsrk was spotted at a super market in #Jeddah, #SaudiArabia#Dunki pic.twitter.com/lyEA8ZP6x7
— being_monika (@MonikaBeing) November 18, 2022
নিজেই সমস্ত নিয়ম কানুন মেনেন কাগজপত্র দেখিয়ে সৌদির উদ্দেশে পাড়ি দেন তিনি। এত সামনাসামনি শাহরুখকে দেখেই ক্যামেরাবন্দি করেছেন এক উত্তেজিত মহিলা অনুরাগী। সেই ভিডিও শেয়ার করা হয়েছে শাহরুখের একটি ফ্যানপেজ থেকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই চর্চায় উঠে এসেছিলেন শাহরুখ। সৌদি আরবের শারজা তে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ। মুম্বই বিমানবন্দরে পৌঁছাতেই নিরাপত্তারক্ষীরা আটকায় তাঁকে। এয়ার ইনটেলিজেন্স ইউনিট সূত্রে খবর, প্রায় ১৮ লাখ টাকা দামের একাধিক রিস্ট ওয়াচ সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শাহরুখ। এগুলো সবই আরব আমিরশাহী থেকে তিনি কিনেছিলেন বলে খবর। তাঁকে আটক করে ৬.৮৩ লাখ টাকা জরিমানা নেওয়া হয় বলে জানা গিয়েছিল। যদিও পরে জানা যায় আদৌ এমন কিছু হয়নি।