‘গডফাদার’ ছাড়াই প্রতিভার জোরে ‘কিং খান’ তকমা, বলিউডে ২৮ বছর পূর্ণ করলেন শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান (shahrukh khan), নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গালে টোল পড়া একটা হাসি বা ম‍্যান্ডোলিনের সেই অতি পরিচিত সুর অথবা দুহাত  ছড়িয়ে সেই ‘আইকনিক’ পোজ। কি ঠিক বললাম তো? সাধে কি তাঁর নাম হয়েছে কিং খান? তবে এই নামটার সঙ্গে শুধুই যে সাফল‍্য জড়িয়ে আছে তা কিন্তু নয়। ওই মানুষটাকেও বহু চড়াই উতরাই পেরোতে হয়েছে। তারপর তিনি হয়েছেন বলিউডের বাদশা।

অবশ্য শুধু বলিউড নয়, গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে তাঁর কোটি কোটি অনুরাগী। বহু জনপ্রিয় তারকাও তাঁর নাম বলতে অজ্ঞান। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। বলিউডে ২৮ বছর কাটিয়ে দিলেন শাহরুখ। এই দীর্ঘ সময়টা জুড়ে শুধু কোটি কোটি অনুরাগীর মনোরঞ্জনের জন‍্য নিজেকে সঁপে দিয়েছেন তিনি।
এবার এই বিশেষ দিনে টুইটে ভক্তদের নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন বাদশা। তিনি লেখেন, ‘জানতেই পারলাম না কখন আমার প‍্যাশন আমার লক্ষ‍্যে পরিণত হল আর তারপর আমার পেশা হয়ে গেল। সকলকে ধন‍্যবাদ এতগুলো বচর ধরে আমার অভিনয়কে পছন্দ করার জন‍্য। পেশার থেকেও বেশি আমি নিজের প‍্যাশনে বিশ্বাস করি। আরও বহু বচর ধরে আপনাদের মনোরঞ্জন করে যাওয়ার আশা রাখি।’

টুইটের পাশাপাশি নিজের একটি ছবিও শেয়ার করেছেন শাহরুখ। স্ত্রী গৌরিকে ছবিটি তুলে দেওয়ার জন‍্য ধন‍্যবাদ জানিয়ে লিখেছেন, ‘২৮ বছর ও আরও বাকি’।

১৯৯২ সালে মুক্তি পায় শাহরুখের প্রথম ছবি ‘দিওয়ানা’। পার্শ্বচরিত্রে অভিনয় করেও সবার নজর নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন তিনি। ব্লকবাস্টার হিট হয়েছিল এই ছবি। ছবিতে শাহরুখ ছাড়াও ছিলেন ঋষি কাপুর ও মুখ‍্য অভিনেত্রীর চরিত্রে দিব‍্যা ভারতী।
উল্লেখ‍্য, শাহরুখ কিন্তু ছবির নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। প্রথমে আরমান কোহলিকে এই চরিত্রের প্রস্তাব দেওয়া হয়‍। তিনি রাজি হন, শুটিংয়ের প্রথম শিডিউলও শেষ হয়ে যায়। কিন্তু তারপর নির্মাতাদের সঙ্গে মনোমালিন‍্যের কারনে ছবি ছেড়ে বেরিয়ে যান আরমান। তাঁর জায়গায় আসেন শাহরুখ।

875937 shahrukhkhan birthday movies
তারও আগে টেলিভিশনে ‘সার্কাস’ ও ‘ফৌজি’ ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রাখেন শাহরুখ খান। তারপর প্রবেশ করেন বড়পর্দায়। আর সিনেমায় আসার সঙ্গে সঙ্গেই একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়ে গিয়েছেন তিনি। ১৯৯২ সালে মুক্তি পায় ‘রাজু বন গয়া জেন্টলম‍্যান’। শাহরুখের কেরিয়ারে অন‍্যতম জনপ্রিয় ছবি এটা। কোনও ‘গডফাদার’ ছাড়াই বহিরাগত হয়েও শুধুমাত্র নিজের প্রতিভার জোরে ‘কিং খান’ তকমা পেয়েছেন শাহরুখ।
এই মূহূর্তে অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন কিং খান। তাঁর শেষ ছবি ‘জিরো’র বক্স অফিসে ভরাডুবির পরেই এই সিদ্ধান্ত নেন তিনি। তবে তাঁর প্রযোজনা সংস্থার কাজ চলছে পুরোদমে। তিনি নিজেও ব‍্যস্ত রয়েছেন নতুন নতুন চিত্রনাট‍্য পড়া ও শোনার কাজে। তবে শাহরুখ অনুরাগীদের আশা খুব শীঘ্রই পর্দায় ফিরবেন বাদশা।

Niranjana Nag

সম্পর্কিত খবর