KKR-এর জয় দেখে তৃপ্ত শাহরুখ! কোহলি ও গাভাস্কারের সাথে পা মেলালেন ‘ঝুমে জো পাঠান’ গানের তালে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দীর্ঘদিন পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) খেলা দেখতে পেয়েছেন ভক্তরা। মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) আরসিবির (RCB) বিরুদ্ধে গতকাল মাঠে নেমেছিল নাইটরা। কলকাতা নাইট রাইডার্সের প্রথম আইপিএল (IPL 2023) হোম ম্যাচ নিয়ে যথেষ্ট উন্মাদনা ছিলই আগে থেকে। কাল গ্যালারিতে উপস্থিত থেকে সেই উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাকে গ্যালারিতে দেখতে পেয়ে উন্মাদনা আরও বেড়ে যায় ক্রিকেট ভক্তদের মধ্যে।

কাল দুপুরেই নিজের মেয়ে সুহানা এবং তার বান্ধবীকে নিয়ে মুম্বাইয়ের কালীনা বিমানবন্দরে পৌঁছন কিং খান। যেহেতু আইপিএল চলছে তাই তাকে যারা ওই বিমানবন্দরে দেখতে পান তারা সকলেই বুঝে যান যে তার গন্তব্য কি হতে চলেছে। সেই আশঙ্কা সত্যি করেই প্রাইভেট জেটে করে কলকাতায় পৌঁছন বলিউড তারকা।

গ্যালারিতে তার সঙ্গে জুহি চাওলা, ঊষা উত্থুপের মতো তারকারা উপস্থিত ছিলেন। করোনার কারণে শাহরুখকে গত তিন বছর গ্যালারিতে উপস্থিত থেকে নিজের দলের জন্য গলা ফাটাতে দেখা যায়নি। ২০১৯ সালে শেষবার কলকাতাকে সমর্থন জানাতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচ শেষে খোশমেজাজে তাকে বিরাট কোহলি ও সুনীল গাভাস্কারের সঙ্গে কথা বলতে দেখা যায়।

শুধুমাত্র কথা বলাই নয় এই দুজন কিংবদন্তী ক্রিকেটারকে তিনি নিজের সত্য মুক্তি পাওয়া সিনেমা ‘পাঠান’-এর একটি জনপ্রিয় গান ‘ঝুমে জো পাঠান’-এর তালে নিজের সাথে নৃত্যও করান। ম্যাচ ছেড়ে হতাশ থাকা সত্ত্বেও বিরাট কোহলি তার সাথে পা মেলাতে রাজি হন এবং বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গতকাল প্রথমে কিছুটা বেকায়দায় পড়ে গেলেও রিঙ্কু সিং এবং শার্দূল ঠাকুরের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২০৪ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছিল নাইট রাইডার্স। এরপর রান তারা করতে নেমে বিরাট কোহলি এবং আরসিবি অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস শুরুটা ভালো করলেও কেকেআরের তিন স্পিনারের দাপটে তাদের বিরাট ব্যবধানে হার স্বীকার করতে হয়।

Reetabrata Deb

সম্পর্কিত খবর