বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খানের (shahrukh khan) ‘দোয়া বিতর্ক’ অব্যাহত। প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকরকে (lata mangeshkar) শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি নাকি গায়িকার মরদেহের উপরে ‘থুতু’ ছিটিয়েছেন! এমনি অভিযোগে সরব হয়েছিল নেটদুনিয়ার একাংশ। পালটা বাদশার সমর্থনে সুর চড়িয়েছেন বলিপাড়ার নামীদামী তারকারা। তালিকায় এবার যুক্ত হল বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের (taslima nasrin) নামও।
টুইটে বাংলাদেশের এই বিতর্কিত লেখিকা লেখেন, ‘শাহরুখ খান থুতু ছেটাননি। প্রার্থনায় সুরা পাঠ করে তিনি ফুঁ দিয়েছিলেন। শুভ কামনার জন্য এমনটা করে থাকেন মুসলিমরা। মুসলিমরা হিন্দুদের জন্য প্রার্থনা করে, হিন্দুরা মুসলিমদের জন্য। এটা মিশ্র সমাজে বাস করার এক মানবিক উপায়।’
শাহরুখ খান ও তাঁর ম্যানেজার পূজা ডাডলানির সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানানোর ছবিটি টুইট করে তসলিমা লিখেছেন, ‘এই ভারতকে ভালবাসি’। বাংলাদেশেও তিনি এমন দৃশ্যই দেখতে চান বলেও লিখেছেন লেখিকা।
Shahrukh Khan didn't spit, he blew from his mouth after reciting suras in his prayers. Muslims do it for good wishes. Muslims pray for Hindus, Hindus pray for Muslims. It's a humane way of living in a mixed society.
— taslima nasreen (@taslimanasreen) February 7, 2022
রবিবারই বিকেলে শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। উপস্থিত ছিলেন বলিউডের নামীদামী ব্যক্তিত্বরা, প্রথম সারির তারকারা। সেখানকারই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Love this India. pic.twitter.com/IcSuzotkkL
— taslima nasreen (@taslimanasreen) February 6, 2022
সেখানে দেখা যাচ্ছে, শাহরুখ ও তাঁর ম্যানেজার পূজা ডাডলানির একটি ছবি।অভিনেতা দোয়া প্রার্থনা করছেন প্রয়াত লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনায়। পাশে পূজাকে দেখা যাচ্ছে হাত জোড় করে প্রার্থনা করতে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রয়াত গায়িকার পা ছুঁয়েও প্রণাম করেন শাহরুখ।
ছবি ভাইরাল হতেই প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, এই ছবি ধর্মনিরপেক্ষ ভারতের প্রতিচ্ছবি। একজন লিখেছেন, লতা মঙ্গেশকর জীবিতাবস্থায় সব ধর্মের মানুষকে এক করেছিলেন আর মৃত্যুর পরেও সেটাই করছেন। শাহরুখ ভালবাসা ছড়াচ্ছেন। আবার অনেকে অভিযোগ করেছেন, শাহরুখ নাকি লতা মঙ্গেশকরের মরদেহের উপরে ‘থুতু’ ফেলেছেন।
বিষয়টা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরও। তিনি বলেন, রাজনীতি এতটাই নীচে নেমে গিয়েছে যে বিষয়টা দুঃখজনক। শাহরুখ এমন একজন অভিনেত্রী যিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন। আরো অনেক তারকাই মন্তব্য করেছেন, শাহরুখ যেটা করেছেন সেটা ‘ধর্মনিরপেক্ষ’ ভারতবর্ষের পরিচয় দেয়।