বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) কালের শুরু থেকেই আক্রান্ত ও চিকিৎসা কর্মীদের জন্য একের পর এক ব্যবস্থা নিয়েছিলেন। মাস্ক, স্যানিটাইজার দান তো বটেই, নিজের পাঁচতলা অফিসও আইসোলেশন সেন্টার তৈরির জন্য দিয়ে দিয়েছিলেন শাহরুখ খান (shahrukh khan)। ধন্য ধন্য পড়ে গিয়েছিল তাঁর নামে। ফের একবার দেশবাসীর সাহায্যার্থে এগিয়ে এলেন কিং খান।
রাজধানী দিল্লিতে করোনা চিকিৎসার জন্য ৫০০ টি Remdesivir ইঞ্জেকশন দান করেছেন শাহরুখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন টুইট করে এই খবর জানিয়েছেন। অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ দেশের সবথেকে জরুরি মুহূর্তে ৫০০ টি Remdesivir দান করার জন্য। সঙ্কটের সময় আপনি যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ।’
স্বাস্থ্যমন্ত্রীর টুইটের পালটা জবাব দিয়েছেন শাহরুখ খানও। তিনিও ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘সত্যেন্দর জিকে অসংখ্য ধন্যবাদ মীর ফাউন্ডেশনের প্রশংসার জন্য। আমরা একত্রে থাকলে তবেই এই সঙ্কট কাটিয়ে উঠতে পারব। ভবিষ্যতেও আমি ও আমার টিম সাহায্যের জন্য প্রস্তুত। আপনার টিমকেও অনেক ধন্যবাদ তাদের সহায়তার জন্য।’
Thank you @SatyendarJain ji for the appreciation towards @MeerFoundation. This crisis will be overcome only if we continue to maintain a united front. My team and I are available to help in the future as well. Thank you to your team for all their service. https://t.co/TJJdRcX9G6
— Shah Rukh Khan (@iamsrk) December 11, 2020
প্রসঙ্গত, আগেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলে মোটা অঙ্কের আর্থিক সাহায্য করেছেন অভিনেতা। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। তাদের সুরক্ষার্থে ২৫ হাজার পিপিই দান করেছেন কিং খান।