মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ত্রাণ তহবিলে আড়াই কোটির অনুদান দিলেন ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখের

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৩ হাজার। করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার ত্রাণ তহবিল তৈরি করেছেন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ইতিমধ‍্যেই টলিউডের বেশ কিছু তারকা অনুদান দিয়েছেন এই তহবিলে। এবার সেই তালিকায় যুক্ত হল পশ্চিমবঙ্গের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের নাম। আড়াই কোটি টাকার আর্থিক সাহায‍্য করছেন তিনি।

875937 shahrukhkhan birthday movies
জানা গিয়েছে, শনিবারই মুখ‍্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন অভিনেতা। তখনই তিনি এই অনুদানের বিষয়ে জানান। শুধু এই টাকাটা না, স্বাস্থ‍্যকর্মীদের জন‍্য ৫০ হাজার PPP কিট দেওয়ার কথাও জানিয়েছেন বাদশা। শাহরুখের এই সাহায‍্যের জন‍্য টুইট করছ ধন‍্যবাদ জ্ঞাপনও করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

তবে শুধু এই রাজ‍্য নয়, মহারাষ্ট্র মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিল, প্রধানমন্ত্রীর পিএম কেয়ারস ফান্ড সহ সাতটি ভিন্ন উপায়ে অনুদান দিয়েছেন করোনা মোকাবিলায়। নিজের ব‍্যক্তিগত পাঁচতলা অফিসও তিনি দিয়ে দিয়েছেন কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন‍্য। কিন্তু সব মিলিয়ে শাহরুখের দেওয়া অনুদানের সঠিক অঙ্কটা জানা যায়নি। অনেকেই বলছেন, প্রায় ৭০ কোটি টাকার অনুদান দিয়েছেন কিং খান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর