বাংলাহান্ট ডেস্ক: ‘পাঠান’ বিতর্ক শেষ হওয়ার নামই নিচ্ছে না। শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাডুকোন, জন আব্রাহাম অভিনীত ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ প্রকাশ্যে আসে দিন কয়েক আগে। তারপর থেকেই বিতর্ক শুরু হয়েছে এই গানটি নিয়ে। বিক্ষোভ বাড়ছে উত্তরোত্তর। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচীর বিকৃত ছবি শেয়ার করার জন্য অভিযোগ দায়ের হল শাহরুখ ভক্তদের বিরুদ্ধে।
‘বেশরম রঙ’ গানে দীপিকার পোশাক আশাকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে। বিশেষ করে একটি দৃশ্য, যেখানে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে, সেটা নিয়েই যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। সম্প্রতি কয়েকজন শাহরুখ ভক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। গানের ওই দৃশ্যে দীপিকার জায়গায় যোগী আদিত্যনাথ এবং সাধ্বী প্রাচীর মুখ এডিট করে বিকৃত ছবি শেয়ার করা হয়েছে।
এক ব্যক্তি সেই টুইটগুলির স্ক্রিনশট শেয়ার করে ট্যাগ করেছেন মীরাট পুলিসকে। বিষয়টির গভীরে তদন্ত করে দ্রুত এবং কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। মীরাট পুলিসের তরফে সাইবার সেলকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই তড়িঘড়ি ডিঅ্যাকটিভেট করে দেওয়া হয়েছে শাহরুখের ফ্যান অ্যাকাউন্টগুলি।
যোগী আদিত্যনাথের বিকৃত ছবি শেয়ার আভিযোগে জনৈক শাহরুখ ভক্ত আজার এসআরকে নামক টুইটার ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লখনউ পুলিসও। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
श्रीमान @Uppolice @dgpup कृपया संज्ञान लें..
इन सभी कीं गहराई से जाँच हो कर कड़ी कार्यवाही कीं जाए..
साधु-संतों का अपमान नहीं सहेगा हिंदुस्तान pic.twitter.com/nX0YHEpRn8— Chaudhary Avkush Singh (@AvkushSingh) December 18, 2022
যে টুইটার অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে সেগুলি শাহরুখের ফ্যান অ্যাকাউন্ট বলে দাবি করা হয়েছে। প্রোফাইল পিকচারেও লাগানো কিং খানের ছবি। যদিও বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখের তরফে। বেশরম রঙ তথা পাঠান বিতর্ক নিয়েও কোনো মন্তব্য করেননি তিনি।