বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বাদশা তিনি। অবশ্য শুধু বলিউড নয়, গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে তাঁর কোটি কোটি অনুরাগী। বহু জনপ্রিয় তারকাও তাঁর নাম বলতে অজ্ঞান। তিনি শাহরুখ খান। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। পাশাপাশি ‘হিউমর’ও যে তিনি খুব ভালই বোঝেন তা সব শাহরুখ অনুরাগীরাই জানে। বুদ্ধিমত্তা দিয়ে কীভাবে কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় তা কিং খানের থেকে ভাল আর কেই বা জানেন? সেটারই প্রমাণ আরও একবার দিলেন শাহরুখ।
সম্প্রতি টুইটারে #AskSRK সেশন শুরু করেছিলেন শাহরুখ। টুইটারে অনুরাগীদের করা প্রশ্নের জবাব দেন তিনি এই সেশনে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও ইনস্টাগ্রাম ও টুইটারে এধরনের সেশন করেছেন তিনি। অনুরাগীরাও অপেক্ষা করে থাকেন প্রিয় তারকার থেকে তাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেতে। এরই মধ্যে নেটিজেনদের একাংশ ট্রোল করার উদ্দেশ্যেও প্রশ্ন করতে থাকেন অভিনেতাকে।
এরই মধ্যে জনৈক টুইটার ব্যবহারকারী খুব রুক্ষভাবে একটি প্রশ্ন করে বসেন শাহকরুখকে। তিনি লেখেন, “আপনার সব ছবিই ফ্লপ করছে। কেমন লাগছে? উত্তরটা দেবেন।” শাহরুখও ছাড়ার পাত্র নন। ‘শাহরুখীয়’ স্টাইলে তিনি উত্তর দেন, “বাস আপ দুয়াও মে ইয়াদ রাখনা” অর্থাৎ প্রার্থনার মধ্যে রাখবেন। শাহরুখের এই ‘কুল’ উত্তর দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তিনি যে মেজাজ না হারিয়ে শান্ত ভাবে মজার ছলে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তা শাহরুখের থেকেই আশা করা সম্ভব বলে মত নেটিজেনদের।
Bas aap Dua mein yaad rakhna. https://t.co/YRYfCjR67K
— Shah Rukh Khan (@iamsrk) January 22, 2020
রিতেশ দেশমুখও প্রশ্ন করেন শাহরুখকে। তিনি জিজ্ঞাসা করেন, “আব্রামের থেকে এমন কি জিনিস শিখেছেন জীবনে?” শাহরুখ উত্তর দেন, “যখনই খিদে পাবে বা রাগ হবে নিজের প্রিয় ভিডিও গেম খেলতে খেলতে একটু কেঁদে নেবে।” এক পরীক্ষার্থী কেমিষ্ট্রি পরীক্ষার জন্য পরামর্শও চান কিং খানের থেকে। শাহরুখ উলটে তাঁর ‘ম্যায় হু না’ ছবির অভিনেত্রী সুস্মিতা সেনকে ট্যাগ করে লেখেন, তাঁর শিক্ষিকার থেকে পরামর্শ নিতে। আরও বাকি ছিল চমক। সেশনের শেষে শাহরুখ লেখেন, “কথা বলে খুব ভাল লাগল। যারা উত্তর পাননি এরপরের বার নিশ্চয়ই পাবেন। আরা যারা একটু রাগি রাগি টুইট করেছেন, বুদ্ধিমত্তা দিয়ে উত্তর দিয়ে তাদের আরও রাগিয়ে দিতে চাইনি। আশা করি আপনারা নিজের মধ্যেই শান্তি খুঁজে পাবেন। যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য শুভকামনা।”
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার