জন্মদিনের পরেই খুনের হুমকি! সলমনের জন্যই বিপদে শাহরুখ? তদন্তে ফাঁস ভয়ঙ্কর তথ্য!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে ক্রমেই বাড়ছে ভয়ের পরিবেশ। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং আতঙ্ক তৈরি করে রেখেছে টিনসেল টাউনে। লাগাতার খুনের হুমকি পাচ্ছেন সলমন খান। বাবা সিদ্দিকীর খুনের ভয়াবহতা এখনো টাটকা। এর মাঝেই এবার নিশানায় শাহরুখ খান (Shahrukh Khan)। খুনের হুমকি দিয়ে উড়ো ফোন শাহরুখের (Shahrukh Khan) নাম নিয়ে। তবে কি এবার নিশানায় বলিউড বাদশা?

উড়ো ফোনে খুনের হুমকি শাহরুখকে (Shahrukh Khan)

যেমনটা জানা যাচ্ছে, বৃহস্পতিবার মুম্বই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে, যেখানে শাহরুখকে (Shahrukh Khan) খুনের হুমকি দেওয়া হয়। হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করা হয় বলে খবর। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। ফোন ট্র্যাক করে ছত্তিশগড়ে পৌঁছে যায় মুম্বই পুলিশ। সেখান থেকে উড়ো ফোন করে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ফয়জান নামের এক ব্যক্তিকে।

আরো পড়ুন : বিচ্ছেদের এত বছর পর দেবের মুখে শুভশ্রীর নাম, ফের জুটি বাঁধা নিয়ে করলেন বিষ্ফোরক মন্তব্য!

তদন্তে নামল মুম্বই পুলিশ

জানা যাচ্ছে, ওই ব্যক্তিই রয়েছেন উড়ো ফোনের নেপথ্যে। কিন্তু হুমকি ফোনের কারণ, আদৌ তিনি বিষ্ণোই গ্যাং বা এমন কোনো দলের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত বুধবার রাজস্থান থেকে বিষ্ণোই দলের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার সঙ্গে এই উড়ো ফোনের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮ এবং ৩৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন : চায়ের কাপটাও মুখের সামনে… মা হওয়ার পর শ্রীময়ীকে তুলোয় মুড়িয়ে রেখেছেন কাঞ্চন!

নিরাপত্তা বেড়েছে কিং খানের

তবে জানিয়ে রাখি, শাহরুখ (Shahrukh Khan) এর আগেও পেয়েছেন প্রাণনাশের হুমকি। ‘পাঠান’, ‘জওয়ান’ ছবির মুক্তির পর প্রাণনাশের হুমকি দিয়ে উড়ো ফোন এসেছে তাঁর নামে। তারপরেই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় শাহরুখকে (Shahrukh Khan)। তাঁর বাড়ি মন্নতের সামনেও বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা।

Shahrukh Khan

উল্লেখ্য,বাবা সিদ্দিকীর খুনের ঘটনার পর বিষ্ণোই গ্যাং এর তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়, যারাই সলমনকে সাহায্য করবে, তার পাশে থাকবে তারা যেন নিজেদের হিসেব নিকেশ করে নেয়। শাহরুখকে দেখাও যায়নি বাবা সিদ্দিকীর শেষকৃত্যে। এমনকি সলমনের খুনের হুমকি পাওয়া নিয়েও কোনো মন্তব্য শোনা যায়নি শাহরুখের মুখে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X