বাংলাহান্ট ডেস্ক : গুঞ্জন ছিল আগে থেকেই। মঙ্গলবার সকালে এল চমক! মেট গালায় অভিষেক হল শাহরুখ খানের (Shahrukh Khan)। ফ্যাশনের ক্ষেত্রে মেট গালার গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। প্রতি বছর এই বিশেষ অনুষ্ঠানে গোটা বিশ্বের নামীদামী তারকারা চোখ ধাঁধানো পোশাক পরে হাঁটেন রেড কার্পেটে। থিম অনুযায়ী তাঁদের লুক দেখার জন্য মুখিয়ে থাকেন আমজনতা। আর এ বছর মেট গালা ভারতীয়দের জন্য একটু বেশিই ‘স্পেশ্যাল’, কারণ এই প্রথম বিশ্বের অন্যতম খ্যাতনামা ফ্যাশন ইভেন্টে পা রাখলেন কিং খান।
মেট গালায় ডেবিউ হল শাহরুখ খানের (Shahrukh Khan)
আগেই জানা গিয়েছিল, সব্যসাচী মুখার্জীর ডিজাইন করা পোশাকেই প্রথম বার মেট গালার রেড কার্পেটে হাঁটবেন শাহরুখ (Shahrukh Khan)। ইভেন্টে সম্পূর্ণ কালো পোশাকে দেখা গেল তাঁকে। কালো ট্রাউজারের সঙ্গে লম্বা কালো ব্লেজার পরেছিলেন কিং খান। সঙ্গে গলায় একগুচ্ছ নেকলেস। তার মধ্যে নজর কাড়ল ‘এসআরকে’ লেখা একটি নেকলেস এবং একটি বড় আকারের ‘কে’ অক্ষরের পেনডেন্ট। চোখে সানগ্লাস পরে এবং হাতে একটি বাঁধানো লাঠি নিয়ে লুক সম্পূর্ণ করেন কিং খান। উল্লেখ্য, এবারের মেট গালার থিম হল ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’।
ঘিরে ধরে ভক্তরা: হোটেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়েই পাপারাৎজির ক্যামেরাবন্দি হন শাহরুখ (Shahrukh Khan)। তাঁকে দেখার জন্য উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। সকলের উদ্দেশে হাত নেড়ে চুমু ছুড়ে দেন শাহরুখ। রেড কার্পেটেও তাঁর উপস্থিতি কার্যত একটি আইকনিক মুহূর্ত হয়ে উঠেছিল। ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় কমেন্টের ঝড় উঠেছে। ‘নীল’ কার্পেটে নিজের আইকনিক পোজ দিতেও দেখা গিয়েছে শাহরুখকে (Shahrukh Khan)।
Black never looked this good. Shah Rukh Khan makes a power-packed Met Gala entry and the world can’t stop watching! #ShahRukhKhan #MetGala2025 pic.twitter.com/gkxKTX3E0f
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) May 5, 2025
আরো পড়ুন : কাজ-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ! নতুন অভিযোগে ফাঁসলেন এজাজ খান
কারা কারা গিয়েছেন ইভেন্টে: উল্লেখ্য, প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালায় অংশ নিয়ে কার্যত ইতিহাস তৈরি করলেন শাহরুখ (Shahrukh Khan)। ভারতীয় চলচ্চিত্র জগতের একাধিক অভিনেত্রীকে মেট গালায় দেখা গেলেও এর আগে কোনো পুরুষ অভিনেতাকে দেখা যায়নি এই ইভেন্টে। তবে এদিন শাহরুখের সঙ্গে সঙ্গে মেট গালায় দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্ঝকেও।
আরো পড়ুন : ভিলেন হয়েই মন জয় দর্শকদের, বাংলা সিরিয়াল থেকে একলাফে বলিউড ডেবিউ নায়িকার
ভারতে তো বটেই, গোটা বিশ্বেই সবথেকে জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিতি রয়েছে শাহরুখ খানের। তাঁর সেই জনপ্রিয়তার ঝলক এদিন দেখা গিয়েছে ভালো ভাবেই। আন্তর্জাতিক পাপারাৎজিও ‘কিং খান’ বলে সম্বোধন করেন শাহরুখকে। তবে সংবাদ মাধ্যমকে অভিনেতা জানান, এই ডেবিউ নিয়ে বেশ ভয়েই ছিলেন তিনি। এবারে শাহরুখ এবং দিলজিৎ ছাড়াও মেট গালায় অংশ নিয়েছেন কিয়ারা আডবানী, মনীশ মালহোত্রা, নাতাশা পুনাওয়ালা, ইশা অম্বানি, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা।