গুণধর ছেলের জন‍্য কেরিয়ারে বড় ক্ষতি, ‘পাঠান’এর শুট শেষ করতে মরিয়া শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: ধীরে ধীরে জীবনের গতি তুলছেন শাহরুখ খান (shahrukh khan)। বলিউডের ব‍্যস্ততম অভিনেতাদের মধ‍্যে একজন তিনি। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও ব‍্যস্ততার মধ‍্যেই বছরগুলো কেটেছে কিং খানের। দীর্ঘ প্রতীক্ষার পর শেষমেষ যখন তিনি ঠিক করলেন বড়পর্দায় ফিরবেন, তখনি জীবন চরম এক চ‍্যালেঞ্জের মুখে ফেলল কিং খানকে।

মাদক কাণ্ডে নাম জড়িয়ে জেলবন্দি হলেন বড় ছেলে আরিয়ান খান। ঠিক সে সময়েই শুটিংয়ের জন‍্য স্পেন উড়ে যাওয়ার কথা ছিল শাহরুখের। ছেলের পাশে থাকতে তড়িঘড়ি সমস্ত শুট বাতিল করে দেন তিনি। তারপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। ছেলেকে মুক্তি দিয়ে বেশ কিছুদিন তাঁর সঙ্গে কাটিয়ে তারপর অবশেষে কাজে ফিরছেন বাদশা।

shahrukh khan 1
সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ‘পাঠান’ এর শুটিংয়ে ফিরেছেন শাহরুখ। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে কাজ শুরু করতে, তাই আগামী দু মাসের মধ‍্যে শুটিং শেষ করার চিন্তা করছেন তিনি। শুধুমাত্র দেশে নয়, বিদেশেও কয়েকটি দৃশ‍্যের শুটিং হবে বলে খবর।

জানা যাচ্ছে, চলতি বছরটা বেশ ব‍্যস্ততায় কাটবে শাহরুখের। পাঠান ছাড়াও দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবি রয়েছে তাঁর হাতে। অনেকদিন ধরেই পড়ে রয়েছে সেই ছবির শুটিং। পাশাপাশি চলতি বছরেই পরিচালক রাজকুমার হিরানির একটি ছবির কাজও শুরু করতে পারেন অভিনেতা। শোনা যাচ্ছে, তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পন্নুকে।

কিছুদিন আগেই ইনস্টাগ্রামে ফিরেছেন শাহরুখ। একটি জনপ্রিয় ইলেকট্রনিক ব্র‍্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন তিনি। সঙ্গে দেখা গিয়েছে স্ত্রী গৌরি খানকেও। সেই বিজ্ঞাপনের ভিডিওই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখ। শেষবার গণেশ পুজোর সময়ে গণপতির একটি ছবি শেয়ার করেছিলেন শাহরুখ।

মাঝে আরিয়ান জেলবন্দি হওয়ার পর থেকেই সোশ‍্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এমনকি নিজের জন্মদিনেও কোনো পোস্ট করেননি কিং খান। দীর্ঘদিন পর কাজে ফিরেছেন তিনি। সেই সঙ্গে সোশ‍্যাল মিডিয়াতেও কামব‍্যাক করেছেন বাদশা।

Niranjana Nag

সম্পর্কিত খবর