আমেরিকায় ক্রিকেট স্টেডিয়াম বানাবে শাহরুখ খানের KKR, খেলতে পারেন বিরাট থেকে রোহিত সকলেই

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ক্রিকেট গোটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষত, বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার পর থেকে সকল দর্শক মাঝে এই খেলাটি একটি চরম উন্মাদনা সৃষ্টি করে চলেছে। এবার যদি আসা যায় এসকল ক্রিকেট লিগের ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে, তবে প্রথমেই উঠে আসে শাহরুখ খান-জুহি চাওলা মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ। বিগত বেশ কিছু বছর ধরে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের মালিকানা বিস্তার করে চলেছে। আমাদের কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে ক্যারিবিয়ান লিগ হয়ে এবার তাদের লক্ষ্য আমেরিকা মেজর ক্রিকেট লিগ।

সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে আমেরিকার বুকে একটি বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম বানানোর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন শাহরুখ খান। প্রসঙ্গত, সারা বিশ্বে সর্বাধিক জনপ্রিয় আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে ক্যারিবিয়ান লিগেও দলের মালিকানা রয়েছে নাইট রাইডার্স সংস্থার হাতে। এ ছাড়াও একাধিক দেশে নিজেদের শাখা-প্রশাখা বিস্তার করার পর এবার তাদের পাখির চোখ আমেরিকা। অতীতে, বিশ্বের একাধিক ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য অয়াকাডেমি তৈরি করে তারা আর এবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ক্রিকেট স্টেডিয়াম বানানোর লক্ষ্যে ঝাঁপাল শাহরুখ-জুহি জুটি।

   

সূত্রের খবর, মেজর লিগ ক্রিকেটের সঙ্গে যৌথ উদ্যোগে স্টেডিয়ামটি তৈরি করবে নাইট রাইডার্স। তাদের তরফ থেকে আপাতত জানানো হয়েছে যে, এই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের পিচ থেকে শুরু করে লকার রুম, বিশাল আলোর ব্যবস্থা, ট্রেনিংয়ের পরিকাঠামো সহ একাধিক ব্যবস্থা গড়ে তোলা হবে। আমেরিকা ক্রিকেট লিগের ম্যাচ আয়োজন করার পাশাপাশি অলিম্পিক সহ অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলা হবে এই স্টেডিয়াম।

প্রসঙ্গত, 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে আমেরিকা। ফলে বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, রাসেল এবং প্যাট কামিন্সদের মতো খেলোয়াড়দের এই স্টেডিয়ামে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বর্তমানে এই খবরটি সামনে আসার পর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত দেখায় শাহরুখ খানকে। তিনি বলেন, “আমেরিকায় ক্রিকেটের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল বলে মনে হয় আমার। তাই আমরা এখানে স্টেডিয়াম বানানোর ক্ষেত্রে পা বাড়াতে চলেছি। এছাড়াও নাইট রাইডার্স গ্রুপকে গোটা বিশ্বের সামনে ব্র্যান্ড হিসেবে তুলে ধরা হলো আমাদের প্রধান লক্ষ্য।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর