বাদশার মতোই এনট্রি, ছেলের কেচ্ছা ভুলে স্বমহিমায় ইনস্টাগ্রামে ফিরলেন শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: পুরনো বছরের দুঃসময় কাটিয়ে নতুন বছরে নতুন ভাবে ধরা দিলেন শাহরুখ খান (shahrukh khan)। বড় ছেলের মাদক কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই এক রকম মুখ লুকিয়ে ঘুরছিলেন বলিউডের কিং খান। সে ঘটনার পর অবশ‍্য তিন মাস পেরিয়ে গিয়েছে। অবশেষে এতদিন প‍র ইনস্টাগ্রামে ফিরলেন অভিনেতা।

একটি জনপ্রিয় ইলেকট্রনিক ব্র‍্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন শাহরুখ। সঙ্গে দেখা গিয়েছে স্ত্রী গৌরি খানকেও। সেই বিজ্ঞাপনের ভিডিওই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখ। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিলাসবহুল গাড়ি করে বাংলোয় পৌঁছালেন অভিনেতা।

Shahrukh Khan
ভেতরে একটি আধুনিক টেলিভিশনের সামনে সোফায় বসলেন তিনি। তারপরেই শাহরুখকে সঙ্গ দেন গৌরি। এই বিজ্ঞাপনের ভিডিওতেও এখনো পর্যন্ত ৯ লক্ষ ভিউ হয়েছে। অনুরাগীরা উচ্ছসিত শাহরুখের কামব‍্যাকে। একজন লিখেছেন, ‘ওয়েলকাম ব‍্যাক কিং!’ আরেকজন লিখেছেন, ‘এতদিন পর এসআরকের পোস্ট দেখে দারুন লাগছে।’

শেষবার গণেশ পুজোর সময়ে গণপতির একটি ছবি শেয়ার করেছিলেন শাহরুখ। মাঝে আরিয়ান জেলবন্দি হওয়ার পর থেকেই সোশ‍্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এমনকি নিজের জন্মদিনেও কোনো পোস্ট করেননি কিং খান। দীর্ঘদিন পর কাজে ফিরেছেন তিনি। সেই সঙ্গে সোশ‍্যাল মিডিয়াতেও কামব‍্যাক করলেন বাদশা।

https://www.instagram.com/tv/CY5rRrRqp0B/?utm_medium=copy_link

গত অক্টোবরের শেষে জেল থেকে ছাড়া পেয়েছেন আরিয়ান খান। তার মাস খানেক পরে কাজে ফিরেছেন শাহরুখ। অনেক আগেই সলমন খানের ‘টাইগার থ্রি’ শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু ছেলে আরিয়ান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ায় কাজে ফিরতে পারেননি শাহরুখ।

এখন ছেলে বিপদ মুক্ত। তাই ফের শুটিং শুরু করেছেন কিং খান। জানা যাচ্ছে, মুম্বইতেই শুটিং করবেন তিনি। বলিউড সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এক RAW এজেন্টের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। অন্ধেরির যশ রাজ স্টুডিওতে শুটিং সারবেন তিনি। তবে সলমনকে এখনি দেখা যাবে না শাহরুখের সঙ্গে। পরবর্তীতে হয়তো কোনো দৃশ‍্যের জন‍্য দুজনে একসঙ্গে শুটিং করতে পারেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর