বয়কটের ডাকে আমার বা আমার সিনেমার কোনো ক্ষতিই হবে না, আত্মবিশ্বাসী শাহরুখ খান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shahrukh Khan)। তাও আবার সঙ্গে তিন তিনটি ছবি নিয়ে। যেকোনো এসআরকে ভক্তের জন‍্য এটা অত‍্যন্ত বড় একটা সুখবর। ২০২৩ এর জন‍্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সবাই। কিন্তু শাহরুখ অনুরাগীদের এই অপেক্ষা না ব‍্যর্থ হয়ে যায়, এই চিন্তাতেই কপালে ভাঁজ সবার।

আসলে বলিউডে বয়কট ট্রেন্ডের নতুন শিকার শাহরুখ খান এবং তাঁর আসন্ন প্রথম ছবি ‘পাঠান’। টুইটারের দেওয়াল ভরে গিয়েছে বয়কট পাঠান ট্রেন্ডে। এর মাঝেই শাহরুখের একটি পুরনো ভিডিও ব‍্যাপক ভাইরাল হচ্ছে নেটপাড়ায়। বয়কট ট্রেন্ড নিয়ে ভিডিওটিতে আলোচনা করতে দেখা গিয়েছে শাহরুখকে।


আসলে এই ৩০ বছরের অভিনয় জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন আগেও হয়েছেন কিং খান। তাঁর ছবি বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। এমনি এক বার বিষয়টা নিয়ে অভিনেতা বলেছিলেন, এটা একদিক দিয়ে ভালোই। কারণ সিনেমা যদি তেমন না চলে তখন একটা অজুহাত পাওয়া যায় বলার জন‍্য যে, বয়কট করা হয়েছিল তাই সিনেমা চলেনি। মনকে সান্ত্বনা দেওয়ার জন‍্য এসব ভাবা ভাল যে সিনেমাটা ভাল ছিল কিন্তু বয়কট হয়ে গেল।

শাহরুখ আরো বলেন, বয়কটের ঝড় তাঁকে নাড়াতে পারবে না। তাঁর কথায়, “সম্মান দিয়েই বলছি, কোনো মন্তব‍্য নিয়ে কারোর হয়তো সমস‍্যা হয়েছে। কেউ কিছু বানিয়ে দিয়েছে। ওরা খুব খুশি, আর খুশি হয়েছে তো ভালোই। আমার জন‍্যই খুশি। কিন্তু এই দেশে, ভারতে যে ভালবাসা আমি পাই, আমি জোর দিয়ে বলতে পারি, খুব কম মানুষ পায়। আর সেই ভালবাসা একটা কথা বা দুটো ব‍্যাপারে ঠিক ভুল বোঝে মানুষ, আমার মনে হয় না তা কোনোদিন আমার ছবিকে প্রভাবিত করেছে বা কোনোদিন করবে।”

এর আগেও নেটপাড়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে শাহরুখকে অসহিষ্ণুতা নিয়ে মন্তব‍্য করতে দেখা যাচ্ছে। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কি মনে হয় অসহিষ্ণুতা রয়েছে দেশে? উত্তরে শাহরুখ বলেন, তাঁর মনে হয় চরম অসহিষ্ণুতা রয়েছে আর তা ক্রমেই বাড়ছে।

ভিডিওটির সত‍্যতা যাচাই করা না গেলেও এই ভিডিওকে হাতিয়ার করেই এখন শাহরুখের ছবিকে বয়কটের ডাক দিচ্ছে নেটনাগরিকরা। একজন প্রশ্ন করেছেন, ভারত যদি অসহিষ্ণুই হয় তাহলে এখনো এখানে বসবাস করছেন কেন শাহরুখ?

আরেকজন তীব্র কটাক্ষ করে লিখেছেন, ‘বলিউডের ভাইজান, বাদশাহ, পারফেকশনিস্ট দের খেলা শেষ। অনেক টাকা কামিয়ে নিয়েছেন। এদের স্টারডম দিনের পর দিন কমেই চলেছে।’ সঙ্গে পাঠান, বিক্রম বেধা, লাল সিং চাড্ডা সহ গোটা বলিউডকে বয়কটের ডাক।

সম্পর্কিত খবর

X