আরিয়ান কোনো মেয়েকে চুমু খেলে ওর ঠোঁট ছিঁড়ে নেব! বলেছিলেন বাবা শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: ১২ নভেম্বর ২৫ এ পা দিলেন শাহরুখ খান (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। গত বছর এই সময়টা একেবারেই অন‍্য রকম ছিল শাহরুখ খান পুত্রের জন‍্য। সদ‍্য মাদক কাণ্ডে জেল খেটে ছাড়া পেয়েছিলেন তিনি। ছেলের জন্মদিনটা পরিবারের মধ‍্যেই উদযাপন করেছিলেন শাহরুখ।

তবে এ বছর পরিস্থিতি একেবারেই অন‍্য রকম। মাদক কাণ্ড ভুলে আগের জীবনে ফিরে গিয়েছেন আরিয়ান। ২৫ তম জন্মদিনে শুভেচ্ছাতেও ভেসেছেন। বড় ছেলে হওয়ায় বরাবরই শাহরুখ গৌরির খুব আদরের আরিয়ান। ছোট থেকে ছেলের শিক্ষা থেকে অন‍্যান‍্য বিষয়েও কোনো কমতি রাখেননি তাঁরা। তবে আরিয়ানকে নিয়ে একবার বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন শাহরুখ।

Aryan
২০১৭ সালে এক সাক্ষাৎকারে কিং খানকে প্রশ্ন করা হয়েছিল, যদি আরিয়ান কোনো মেয়েকে চুম্বন করেন তবে তাঁর প্রতিক্রিয়া কী হবে? উত্তরে বেশ মজার সুরেই শাহরুখ বলেছিলেন, ‘আমি আরিয়ানের ঠোঁট দুটো ছিঁড়ে নেব। কোনো মেয়ের ঠোঁট তো আমি ছিঁড়তে পারি না। সেটা খুব একটা ভদ্রলোকের মতো কাজ নয়। তাই মেয়েটির বাবার আগেই আমি আরিয়ানের ঠোঁট ছিঁড়ে নেব। কোনো মেয়েকে যেন স্পর্শ বা ক্ষতি না করে।’

ওই সাক্ষাৎকারেই শাহরুখ আরো জানিয়েছিলেন, ছেলের সঙ্গে তাঁর সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। আরিয়ান নাকি সদ‍্য শেখা গালিগালাজ বাবাকে শোনাতে বেশ পছন্দ করতেন। আর শাহরুখ নিজে দিল্লির ছেলে। তাই তাঁরও হিন্দি গালিগালাজের সংগ্রহটা বেশ ভালোই বলেও বড়াই করেছিলেন তিনি। ছেলেকে নাকি গালিগালাজও শিখিয়েছেন বলে জানিয়েছিলেন শাহরুখ।

সেই আরিয়ান যখন গত বছর মাদক কাণ্ডে গ্রেফতার হন, বিদেশে নিজের ছবির শুট বাতিল করে দিয়েছিলেন শাহরুখ। ছুটে গিয়েছিলেন ছেলের কাছে। টানা আইনি লড়াইয়ের পর আরিয়ানকে জেলের বাইরে এনেই দম নিয়েছিলেন কিং খান।

Niranjana Nag

সম্পর্কিত খবর