বাংলাহান্ট ডেস্ক : দিলীপ কুমার এবং শাহরুখ খান (Shahrukh Khan), দুই প্রজন্মের দুই অভিনেতা। অথচ দুজনের মধ্যে অদ্ভূত রকমের মিল। একথা আনুরাগীরাও যেমন বলেছেন, তেমনি তাঁরা নিজেরাও বেশ জানতেন। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন দিলীপ কুমার। তাঁর জনপ্রিয়তা ভাষায় পরিমাপ করা সম্ভব নয়। অনেকেই শাহরুখকে (Shahrukh Khan) তাঁর যোগ্য উত্তরসূরি বলে থাকেন। তবে দিলীপ কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক যে শুধু সিনেমাতেই সীমাবদ্ধ ছিল না সে কথা নিজেই জানিয়েছিলেন কিং খান।
দিলীপ কুমারের সঙ্গে বহু পুরনো সম্পর্ক শাহরুখের (Shahrukh Khan)
বলিউডে এই দুই অভিনেতার মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্কের কথা কারোরই অজানা ছিল না। প্রায় এক দশক আগে এক সাক্ষাৎকারে দিলীপ কুমারের বিষয়ে মুখ খুলেছিলেন শাহরুখ (Shahrukh Khan)। ছোটবেলায় প্রতিদিন রাতে সাদা কালো টিভিতে সিনেমা দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছিল শাহরুখ, তাঁর মা এবং বোনের। অভিনেতা জানিয়েছিলেন, তাঁর মায়ের প্রিয় অভিনেতা ছিলেন বিশ্বজিৎ। আর দিলীপ কুমারকে দেখে তিনি বলতেন, শাহরুখকে (Shahrukh Khan) নাকি তাঁর মতো দেখতে।
ছোটবেলায় অভিনেতার বাড়ি যেতেন ছোট শাহরুখ: শাহরুখ (Shahrukh Khan) জানিয়েছিলেন, দিলীপ কুমারের সঙ্গে তাঁদের পরিবারের বহুদিনের সম্পর্ক। আর সেটা ফিল্মি গণ্ডির বাইরের সম্পর্ক। আসলে দিল্লিতে একই জায়গায় থাকতেন শাহরুখের (Shahrukh Khan) বাবা এবং দিলীপ কুমার। পরস্পরের এক রকম প্রতিবেশী ছিলেন তাঁরা। ছোটবেলায় বাবার হাত ধরে অভিনেতার বাড়িতে যাওয়ার কথা আজো মনে আছে শাহরুখের। এমনকি দিলীপ জায়া অভিনেত্রী সায়রা বানুর জন্য লন্ডন থেকে ওষুধও পাঠাতেন তাঁর পিসি।
আরো পড়ুন : সপরিবারে প্রধানমন্ত্রীর কাছে হাজির কাপুররা! কী চলছে রণবীর-করিনাদের বাড়ির অন্দরে?
প্রচুর মিল দুজনের মধ্যে: সাক্ষাৎকারে কিং খান বলেছিলেন, বেশ কয়েক বছর পর তিনি যখন কেতন মেহতার সঙ্গে কাজ করতে তাঁর অফিসে গিয়েছিলেন, তখন সেখানে দিলীপ কুমারের একটি ছবি দেখে চমকে উঠেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন, তাঁকে অনেকটাই দিলীপ কুমারের মতোই দেখতে।
আরো পড়ুন : ইউনূসের মুলুকে যথেচ্ছাচার, উত্তাল পরিস্থিতির মাঝেই গৃহবন্দি হলেন চঞ্চল চৌধুরী
বরাবর অভিনেতার সঙ্গে এই বিশেষ সম্পর্ক যত্নে লালন করেছেন শাহরুখ (Shahrukh Khan)। অন্যদিকে দিলীপ কুমার এবং সায়রা বানুও নিজেদের ছেলের মতোই ভালোবাসতেন তাঁকে। নিঃসন্তান সায়রা বলেছিলেন, দিলীপ সাব বিশ্বাস করতেন, তাঁদের ছেলে থাকলে তাঁকে শাহরুখের মতোই দেখতে হত। কিংবদন্তি অভিনেতার মৃত্যুর পরও তাঁদের বাড়িতে ছুটে গিয়ে সায়রা বানুকে সামলাতে দেখা গিয়েছিল শাহরুখকে।