‘দেবদাস’ সিনেমায় সত্যিই মদ্যপান করেছিলেন শাহরুখ, যার জন্য বড় মাশুল দিতে হয়েছিল অভিনেতাকে

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় সিনেমা জগতে শাহরুখ খান (Shahrukh Khan) একজনই। অভিনয়ের প্রতি তাঁর  ডেডিকেশনই আজ তাঁকে  করে তুলেছে কিং খান। শাহরুখ খানের (Shahrukh Khan) অভিনয় জীবনে অন্যতম মাইলস্টোন সিনেমা হল দেবদাস। বাংলার কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে ২০০২ সালে তৈরি এই সিনেমায় দেবদাস মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)।

‘দেবদাস’ সিনেমায় মদ খেয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)

সঞ্জয়’দেবদাস’ সিনেমায় সত্যিই মদ্যপান করেছিলেন শাহরুখ লীলা বানসালি পরিচালিত এই পিরিয়ড ড্রামাটি ভারতীয় সিনেমা ইতিহাসে অন্যতম মাইল ফলক। এই সিনেমায় শাহরুখ খানের (Shahrukh Khan) সাথে ঐশ্বর্য রায় এবং মাধুরী দীক্ষিতের রসায়ন মন ছুঁয়ে গিয়েছিল ভারতীয় সিনেমা প্রেমীদের। জানা যায় দেবদাস চরিত্রটি হাতে পাওয়ার পর থেকেই তা পর্দায় ফুটিয়ে তোলার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন কিং খান.

সিনেমায় দেবদাসের অখুশি শৈশব, পরিবার থেকে একের পর এক আঘাত আর পরবর্তীকালে ছোটবেলার প্রেমিকা পারো ওরফে পার্বতীর সাথে বিচ্ছেদ এবং তার অন্যত্র বিয়ে হয়ে যাওয়াই তাকে ধীরে ধীরে মদের প্রতি আসক্ত করে তোলে। চরিত্রের প্রয়োজনে বড় পর্দায় মদ্যপ দেবদাসকে ফুটিয়ে তোলার জন্য মেথড অ্যাক্টিং এর সাহায্য নিয়েছিলেন শাহরুখ খান। যা পরবর্তীকালে তাঁর জীবনে বিরাট সাফল্য  এনে দিয়েছিল ঠিকই সেইসাথে তাঁর শরীরের ওপরেও খারাপ প্রভাব পড়েছিল।

লোকার্নো ফিল্ম ফেস্টিভালে গিয়ে এপ্রসঙ্গে শাহরুখ বলেছিলেন তিনি মেথড অ্যাক্টিং এ সাহায্য নিয়েছিলেন এবং এর ফলে তার ওপর ভালো এবং খারাপ দুটো প্রভাব পড়েছে। সাধারণত সিনেমার শুটিংয়ে মদ্যপ  চরিত্রে অভিনয় করার জন্য সব অভিনেতারাই সত্যিকারের মদ্যপান করেন না। অনেকেই মদের বোতলে জলের সাথে সফট ড্রিংক  মিশিয়ে নিয়ে সিকোয়েন্স তৈরি করেন।

আরও পড়ুন : পুজো মিটতেই বড় ঘোষণা অরিজিতের! প্রিয় গায়কের সিদ্ধান্তে আশাহত অনুরাগীরা

কিন্তু ব্যর্থ প্রেমিক দেবদাসের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য সত্যিকারের মদ খেয়ে শুটিং করেছিলেন শাহরুখ। কিং খানের কথায়, ‘পেশাগত দিক থেকে মদ্যপান আমাকে বিপুল সাফল্য এনে দিয়েছে ঠিকই, তবে ব্যক্তি জীবনে শরীরের উপর কুপভাব ফেলেছে। এই ছবি করার পরই মদ্যপান  করতে শুরু করেছিলাম।’ শাহরুখ চেয়েছিলেন তাঁর  অভিনীত এই চরিত্রকে কেউ ভালোবাসুক না বাসুক ,কেউ যেন ঘেন্না না করে।

Shahrukh Khan

তিনি বলেন, ‘আমি চাইনি, যে মদ্য অবস্থায় থাকে, যাঁদের ভালবাসে, তাঁদের থেকে দূরে পালায়, সেই চরিত্রকে কেউ পছন্দ করুক। আমি চেয়েছিলাম, চরিত্রটা দারুণ হোক।’ প্রসঙ্গত সঞ্জয় লীলা বানসালি দেবদাস আনার আগেও  হিন্দিতে দেবদাস তৈরি হয়েছিল।  ১৯৫৫ সালের মুক্তিপ্রাপ্ত সেই সিনেমায় দিলীপ কুমার হয়েছিলেন দেবদাস।

তবে বিশেষজ্ঞরা বলে থাকেন দেবদাসের চরিত্রে শাহরুখ খানের অভিনয় নাকি ছাপিয়ে গিয়েছিল স্বয়ং দিলীপ কুমার কেও। জানা যায়, মোট ৫০কোটি বাজেটে তৈরি দেবদাস মুক্তির পর সেই সময় মোট ৯৯.৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল। শাহরুখ  অভিনীত দেবদাসের প্রিমিয়ার হয়েছিল কান ফিল্ম ফেস্টিভালে। 


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর