অগ্রিম বুকিংয়েই মালামাল ব‍্যবসা, বিদেশে কত টিকিট বিকোলো ‘পাঠান’ এর?

   

বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র ৯ দিনের অপেক্ষা। তারপরেই সেলুলয়েডের পর্দা কবজা করবে ‘পাঠান’ (Pathan)। চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shahrukh Khan)। উন্মাদনা তুঙ্গে। সেই সঙ্গে বিতর্কেরও অবসান হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। এর মধ‍্যেই টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে পাঠানের।

ভারতের বাইরে একাধিক দেশে শুরু হয়েছে ছবির টিকিটের আগাম বুকিং। সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া এবং জার্মানিতে শুরু হয়েছে বুকিং। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আরবের দেশগুলিতে ৩৫০০ টি টিকিট বিক্রি হয়েছে পাঠানের। অস্ট্রেলিয়ায় সাধারণত একটু ব‍্যাকফুটে থাকেন শাহরুখ। তবে পাঠান সমস্ত হিসেব নিকেশ বদলে ফেলার জন‍্য উঠেপড়ে লেগেছে।

pathan trailer
প্রথম দিনে প্রায় ৩০০০ টি টিকিট বিক্রি হয়েছে পাঠানের। অগ্রিম ৬৫ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ব‍্যবসা করেছে শাহরুখের আসন্ন ছবি। অন‍্যদিকে জার্মানিতে এখনো পর্যন্ত বিক্রি হয়েছে ৮৫০০ টি টিকিট। তার মধ‍্যে প্রথম দিনেই বিক্রি হয়েছে ৪০০০ টি টিকিট। সব মিলিয়ে বিদেশে ব‍্যবসার শুরু ভালোই হয়েছে পাঠানের।

অন‍্যদিকে ভারতে পাঠান তথা ‘বেশরম রঙ’ সংক্রান্ত বিতর্ক অব‍্যাহত রয়েছে। সম্প্রতি পাঠানের মুক্তি বন্ধের দাবিতে গুজরাটে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। ছবির পোস্টার, অভিনেতা অভিনেত্রীদের ছবি পোড়ানো হয়। সংগঠনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সেন্সর বোর্ডের তরফে যাই বলা হোক না কেন, পাঠান মুক্তি দেওয়া হবে না গুজরাটে।

কিছুদিন আগেই আহমেদাবাদের বস্ত্রপুরে একটি শপিং মলে হামলা করে বজরং দল। সেখানে তখন চলছিল পাঠান ছবির প্রচার। হাতে গেরুয়া পতাকা, কাঁধে গদা নিয়ে সেখানে চড়াও হয় বজরং দলের সদস‍্যরা। শাহরুখ, দীপিকা, জনের কাট আউটের উপরে চলে বেদম লাথি। পোস্টার ছিঁড়ে, দুমড়ে মুচড়ে কার্যত তাণ্ডব চালানো হয় শপিং মল জুড়ে। শপিং মল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়, যদি ওখানে পাঠান ছবি চালানো হয় তবে আরো বড়সড় বিক্ষোভ প্রদর্শন করা হবে।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যুক্ত হতে চলেছে পাঠান। ছবিতে শাহরুখের বিপরীতে আরো এক এজেন্টের ভূমিকায় থাকছেন দীপিকা পাডুকোন। অন‍্যদিকে একটি প্রাইভেট সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান হিসাবে দেখা যাবে জন আব্রাহামকে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে পাঠান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর