ভারত নাকি চরম অসহিষ্ণু! ‘পাঠান’ ধুলোয় মিশে যাবে, হুঙ্কার দিয়ে বয়কটের ডাক শাহরুখকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টুইটারে ট্রেন্ডিং ‘পাঠান’ (Boycott Pathan) বয়কটের ডাক। শাহরুখ খানের (Shahrukh Khan) আসন্ন ছবি বাতিল করতে হবে, এমনি ডাক দিয়েছেন নেটপাড়ার একাংশ। কিং খানের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে মন্তব‍্য করেছিলেন বলিউড বাদশা। সেই ভিডিও আর মন্তব‍্যের দোহাই দিয়ে এবার পাঠানকে বাতিল করার আর্জি জানানো হচ্ছে।

চার বছর পর অভিনেতা হিসাবে বড়পর্দায় ফিরছেন শাহরুখ। এই ক বছরে তাঁকে শুধুই প্রযোজকের ভূমিকায় দেখা গিয়েছিল। সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। ২০২৩ এ কার্যত ছবির লাইন লাগিয়ে দিয়েছেন কিং খান। কিন্তু ইদানিং বলিউডের পরিস্থিতি দেখে প্রশ্ন উঠছে, এটা কি আদৌ সঠিক সময় শাহরুখের কামব‍্যাকের?


আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বয়কট করে ফ্লপ করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নেটিজেনদের একটা বড় অংশ। তাদের পরবর্তী নিশানা শাহরুখ। ইতিমধ‍্যেই হুঙ্কার দিয়েছে তারা, পাঠানকে মাথা তুলে দাঁড়াতেই দেবে না। আমিরের মতো অবস্থা হবে কিং খানেরও।

কিন্তু হঠাৎ এমন বয়কটের ডাক কেন? আসলে নেটপাড়ায় একটি পুরনো ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে অসহিষ্ণুতা নিয়ে মন্তব‍্য করতে দেখা যাচ্ছে। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কি মনে হয় অসহিষ্ণুতা রয়েছে দেশে? উত্তরে শাহরুখ বলেন, তাঁর মনে হয় চরম অসহিষ্ণুতা রয়েছে আর তা ক্রমেই বাড়ছে।

ভিডিওটির সত‍্যতা যাচাই করা না গেলেও এই ভিডিওকে হাতিয়ার করেই এখন শাহরুখের ছবিকে বয়কটের ডাক দিচ্ছে নেটনাগরিকরা। একজন প্রশ্ন করেছেন, ভারত যদি অসহিষ্ণুই হয় তাহলে এখনো এখানে বসবাস করছেন কেন শাহরুখ?

https://twitter.com/Arnav__Raj/status/1559499667582353408?t=4j3YwFrs2WoI45DPYgsw4A&s=19

আরেকজন তীব্র কটাক্ষ করে লিখেছেন, ‘বলিউডের ভাইজান, বাদশাহ, পারফেকশনিস্ট দের খেলা শেষ। অনেক টাকা কামিয়ে নিয়েছেন। এদের স্টারডম দিনের পর দিন কমেই চলেছে।’ সঙ্গে পাঠান, বিক্রম বেধা, লাল সিং চাড্ডা সহ গোটা বলিউডকে বয়কটের ডাক।

পালটা কোমর বেঁধে নেমেছেন শাহরুখ ভক্তরাও। ইতিমধ‍্যে ১ লাখের উপরে টুইট করে পাঠানকে সমর্থনের ডাক দিয়েছেন তারা। ‘ভারত পাঠানের অপেক্ষায় রয়েছে’, এমনি টুইটও ট্রেন্ডিংয়ে নেটপাড়ায়।

X