শাহরুখ ম্যাজিক, দু দিনে ২০০ কোটির ব্যবসা! প্রথম হিন্দি ছবি হিসাবে রেকর্ড গড়ল ‘পাঠান’

বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খানের (Shahrukh Khan) কামব্যাক ছবি ‘পাঠান’ (Pathan) নিয়ে প্রত্যাশা চরমে ছিল সিনেপ্রেমীদের। তা প্রকাশ পেল বক্স অফিসে। বিতর্ক সাইড করে প্রথম দিনেই বক্স অফিসের দখল নিয়ে এই ছবি। বিগত দু বছর ধরে বলিউডে যে খরা চলছিল তা ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে পাঠানের এনট্রিতে। প্রথম দিনেই ইতিহাস তৈরি করে ফেলল শাহরুখ, দীপিকা, জনের অ্যাকশন ফিল্ম।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। এক বছর আগে থেকেই কামব্যাকের তারিখ জানিয়ে দিয়েছিলেন শাহরুখ। অপেক্ষার দিন গুনছিলেন অসংখ্য কিং খান ভক্তরা। বিতর্ক কম হয়নি ছবিটিকে ঘিরে। বেশ কিছু রাজ্যে পাঠানের মুক্তি রদ করার দাবি উঠেছে। এমনকি ছবি মুক্তির দিন দাঙ্গার পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছে। কিন্তু শাহরুখ ভক্তদের রোখা যায়নি।

pathan ticket booking

প্রথম দিনেই বেশিরভাগ শো হাউজফুল হয়েছে পাঠানের। প্রেক্ষাগৃহের মধ্যে দর্শকদের উল্লাস, ‘ঝুমে যো পাঠান’ এর তালে নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এবার বলিউডে ইতিহাসও তৈরি করে ফেলল পাঠান। প্রথম দিনেই সারা বিশ্বে ১০০ কোটির বেশি ব্যবসা করে রেকর্ড গড়ল এই ছবি। মুক্তির দিনেই সারা বিশ্বে ব্যবসার নিরিখে ১০৬ কোটি টাকা তুলেছে পাঠান, যা এখনো পর্যন্ত কোনো হিন্দি ছবির ওপেনিং ডে-র ক্ষেত্রে প্রথম।

প্রথম দিনে জাতীয় মাল্টিপ্লেক্স চেইন গুলিতে মোট ২৭.০৮ কোটি টাকার ব্যবসা করেছিল পাঠান। দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ কোটি টাকায়। এদিন প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো একসঙ্গে থাকায় ছুটির দিনে প্রেক্ষাগৃহেও ছিল উপচে পড়া ভিড়। সব মিলিয়ে দ্বিতীয় দিনে ট্রেড অ্যানালিস্টদের প্রত্যাশাকে ছাপিয়ে গেল পাঠান।

মনে করা হয়েছিল, ৬০-৬৫ কোটি উঠে আসবে দ্বিতীয় দিনে। কিন্তু বাস্তবে সেটা গিয়ে দাঁড়াল ৭০-৭৩ কোটি টাকায়, যা আবারো কোনো হিন্দি ছবির ক্ষেত্রে প্রথম। আর এর সঙ্গেই সারা বিশ্বে দু দিনে ২০০ কোটির ব্যবসা করে ফেলল পাঠান। যব হ্যারি মেট সেজল, জিরো-র ভরাডুবির পর অবশেষে লাভের মুখ দেখতে শুরু করেছেন শাহরুখ। আগামী দিনে সংখ্যাটা যে আরো বাড়বে তাতে সন্দেহ নেই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর