বাংলাহান্ট ডেস্ক: বলিউডকে ট্র্যাকে ফিরিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। এতদিন ধরে যে ফাঁড়া চলছিল হিন্দি ইন্ডাস্ট্রির বক্স অফিসে, তা কেটে গিয়েছে পাঠানের (Pathan) আগমনে। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ছে পাঠান। কিং খানের মতোই কাজ করেছেন শাহরুখ।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল পাঠান। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন মুক্তি পাওয়ায় একটা লম্বা উইকেন্ড পেয়েছিল পাঠান। ফলাফল স্পষ্ট বক্স অফিস নাম্বারে। প্রথম দিনেই ৫৭ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছিল এই ছবি। প্রথম কোনো হিন্দি ছবি প্রথম দিনেই এত কোটি টাকার ব্যবসা করল। উপরন্তু সারা বিশ্বের নিরিখে এক দিনেই ১০০ কোটি তুলে ফেলেছিল পাঠান।
দ্বিতীয় দিনে ৭০ কোটি, তৃতীয় দিনে ৩৯ কোটি টাকা তুলেছিল পাঠান। চতুর্থ দিন থেকে আবারো গতি ধরে ৫৩ কোটি আর চতুর্থ দিনে ৬০ কোটি টাকা তুলেছে পাঠান। সেই সঙ্গে বাহুবলী, কেজিএফ ২, দঙ্গল এর মতো ছবিকে পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ খান। ভারতীয় বক্স অফিসে এখনো পর্যন্ত মোট ৩৩৫ কোটি টাকা তুলেছে পাঠান। অপর দিকে সারা বিশ্বের নিরিখে পাঁচ দিনেই ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
একদিক দিয়ে যেমন নতুন রেকর্ড গড়ছে, তেমনি অন্য ছবির রেকর্ড ভাঙছে পাঠান। কোনো রকম প্রচার, সাক্ষাৎকার ছাড়াও যে এত সফল ছবি উপহার দেওয়া যায় তা দেখিয়ে দিলেন শাহরুখ। বয়কটের ডাক তুঙ্গে উঠলেও আটকানো যায়নি পাঠানকে।
ছবি ৫০০ কোটি ছুঁতেই রবিবার সন্ধ্যায় ভক্তদের জন্য বিশেষ সারপ্রাইজ দেন শাহরুখ। এদিন ফের মন্নতের ব্যালকনিতে দেখা মেলে অভিনেতার। বিপুল পরিভাণ ভালবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞ শাহরুখ। তবে পাঠানের গতি যে এখানেই থামছে না সেটাও স্পষ্ট বক্স অফিসের অঙ্ক দেখেই।