এটাও সুপার ফ্লপ, কেউ বাঁচাতে পারবে না ‘পাঠান’কে, শাহরুখের ভবিষ‍্যৎ বাতলে দিলেন কেআরকে

বাংলাহান্ট ডেস্ক: চার বছরের অপেক্ষার পর  অবশেষে বড়পর্দায় কামব‍্যাক করতে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। ‘জিরো’র ভরাডুবির পর স্বেচ্ছায় অভিনয়ের থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তাঁর প্রযোজনা সংস্থার ব‍্যানারে অনেক ছবি তৈরি হলেও অভিনেতা শাহরুখের দেখা মেলেনি। অবশেষে অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষা করানোর পর নতুন বছরে পর্দায় ফিরছে কিং খান ম‍্যাজিক।

শাহরুখোচিত ক‍্যারিশ্মা দেখার অপেক্ষায় অনেকদিন থেকেই দিন গুণছেন ভক্তরা। ‘পাঠান’ এর পোস্টার, টিজার যেটাই প্রকাশ‍্যে আসছে সঙ্গে সঙ্গে ভাইরাল। এ উন্মাদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু এর মধ‍্যেও নিন্দুকদের অভাব নেই। কেউ শাহরুখের ছবি বয়কটের ডাক দিচ্ছেন, কেউ বা আবার আগাম ফ্লপ ঘোষনা করে দিচ্ছে। এদের মাঝে আলাদা করে নজর কাড়ছেন কামাল আর খান ওরফে কেআরকে (Krk)।

Shahrukh khan penalty
স্বঘোষিত এই ফিল্ম সমালোচক বরাবরই খান তথা বলিউডের অধিকাংশ অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে খড়গহস্ত। সুযোগ পেলেই টুইটবাণে ঘায়েল করেন। পালটা ভক্তদের কাছে তুমুল গঞ্জনা জোটে বটে, কিন্তু কেআরকে শোধরাবার নন। ফের একবার শাহরুখের ‘পাঠান’কে নিশানা করেছেন তিন

পাঠানের প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। আপাতত সেই গানের পোস্টারই ভাইরাল নেটপাড়ায়। অন‍্যদিকে কটাক্ষ অব‍্যাহত রেখেছেন কেআরকে। সাম্প্রতীক একটি টুইটে কার্যত মাত্রা ছাড়িয়ে গিয়েছেন তিনি।

কেআরকে লিখেছেন, ‘পাঠান এর গান খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। মানে ট্রেলারের আগেই আসছে গান। আর এটাও ঠিক হয়ে গিয়েছে যে ছবির নাম পাঠান-ই থাকবে। তার মানে এটাও নিশ্চিত যে ছবিটা ফ্লপ হবে। পাঠানকে কেউ বাঁচাতে পারবে না বক্স অফিসে।’

তিনি আরো লিখেছেন, তাঁর মতে পাঠান নামটা এখনকার বক্স অফিসে চলতে পারে না। ছবি ফ্লপ হবেই। শাহরুখ ভক্তরা অবশ‍্য ছেড়ে কথা বলেনি কেআরকে কে। একজন লিখেছেন, কেআরকের কাজই হল ছবি মুক্তির আগে ঘৃণা ছড়ানো। কিন্তু এবারে তিনি আর সফল হতে পারবেন না। কিং খানের জাদু ফলবেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর