বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে যেতে সবথেকে জরুরি হল পাসপোর্ট। কে কোন দেশের মানুষ তা জানা যায় পাসপোর্ট থেকেই। প্রতিটি দেশের ক্ষেত্রে পাসপোর্টও হয় ভিন্ন ভিন্ন। ভারতীয় নাগরিকদের সাধারণত নীল রঙের পাসপোর্টই দেওয়া হয়ে থাকে। তবে জানলে অবাক হবেন, বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shahrukh Khan) কিন্তু আর পাঁচজনের মতো নীল রঙের পাসপোর্ট ব্যবহার করেন না।
ভারতীয় হয়েও আলাদা পাসপোর্ট ব্যবহার করেন শাহরুখ (Shahrukh Khan)
নীল পাসপোর্ট ভারতীয়দের পরিচয় বহন করে। তবে নীলের ব্যবহার বেশি হলেও আরো দুই ধরণের পাসপোর্ট ব্যবহার করে থাকেন ভারতীয়রা। মেরুন এবং সাদা রঙের পাসপোর্ট ব্যবহার করতেও দেখা যায় অনেককে। শাহরুখেরও (Shahrukh Khan)রয়েছে এমনি মযায় পাসপোর্ট। কিন্তু এই দুই পাসপোর্ট আলাদা কেন আর কারাই বা ব্যবহার করেন?
আরো দুই পাসপোর্ট রয়েছে: জানিয়ে রাখি, নীল পাসপোর্ট থাকলে ভ্রমণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য তথা কর্মসূত্রেও বিদেশ ভ্রমণ করতে পারেন ভারতীয়রা। অধিকাংশ ভারতীয় নাগরিকদেরই রয়েছে নীল পাসপোর্ট। তবে সাদা এবং মেরুন পাসপোর্ট যে কেউ চাইলেই পাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন : চিন-পাকিস্তানের উড়বে ঘুম! সীমান্তে এবার “প্রচণ্ড” শক্তি ভারতের, পাত্তা পাবেনা শত্রুরা
কারা পান এই পাসপোর্ট: মূলত সরকারি কর্মকর্তারাই পেয়ে থাকেন সাদা পাসপোর্ট। যাদের সরকারি কাজে প্রায়ই বিদেশ যাত্রা করতে হয়, তারাই সাদা পাসপোর্ট পেয়ে থাকেন। অন্যদিকে মেরুন পাসপোর্ট একেবারেই হাতে গোনা মানুষকে দেওয়া হয়ে থাকে। ভারতের বিদেশ মন্ত্রক থেকে এই পাসপোর্ট ইস্যু করা হয়। মূলত কূটনীতিক এবং ঊর্দ্ধতন কর্মকর্তাদের দেওয়া হয়ে থাকে মেরুন পাসপোর্ট। তাহলে শাহরুখ খান (Shahrukh Khan) কীভাবে পেলেন এই পাসপোর্ট?
আরও পড়ুন : গোপনে খবর পেয়েই শুরু অ্যাকশন! ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিকেশ ১৬ মাওবাদী, মিলল বড় সাফল্য
আসলে ভারতীয় সিনেমা তথা সমগ্র বিশ্বে শাহরুখের গ্রহণযোগ্যতার জন্যই এই বিশেষ পাসপোর্ট দিয়ে তাঁকে স্বীকৃতি জানানো হয় ভারত সরকারের তরফে। মেরুন পাসপোর্ট থাকলে বিদেশে অভিবাসন নীতি সহজ হয়, পাশাপাশি আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রয়োজনও পড়ে না। তবে শাহরুখ মেরুন পাসপোর্ট ব্যবহার করেন কিনা এ বিষয়ে কোনো নিশ্চয়তা না মিললেও জানা যায়, তাঁর কাছে রয়েছে সংযুক্ত আরব আহিরশাহীর গোল্ডেন ভিসা। এর ফলে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই সে দেশে দীর্ঘদিন থাকার, শিক্ষা বা কাজের সুবিধাও পাবেন তিনি।