বাংলাহান্ট ডেস্ক: শেষ ছবি ‘জিরো’। তাও জিরোর মতোই ব্যর্থ হয়েছিল সেটা। এই চার বছর ধরে ক্যামেরার সামনে আসার নামও করেননি শাহরুখ খান (Shahrukh Khan)। কোনো ছবিতে অভিনয়ের কথাও জানাননি তিনি। গত দু বছর ধরেই কিং খানের আসন্ন ছবিগুলির গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তারও আগে আর মাধবনের (R Madhavan) ছবির অংশ হওয়ার জন্য আর্জি জানিয়ে রেখেছিলেন শাহরুখ।
গত কয়েক বছর ধরে রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট (Rocketry: The Numbi Effect) ছবির শুটিং করছিলেন আর মাধবন। আগামী ১ লা জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি। মাধবন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ছবিতে অভিনয়ের জন্য তাঁর কাছে আবেদন করেছিলেন শাহরুখ। জিরো ছবির শুটিংয়ের সময়েই এই ছবির কথা জানিয়েছিলেন মাধবন।
তাঁর কথাটা মনে রেখে দিয়েছিলেন কিং খান। পরে নিজের জন্মদিনের পার্টিতে ‘থ্রি ইডিয়টস’ অভিনেতার কাছে আর্জি রেখেছিলেন, ওই ছবির অংশ হতে চান তিনি। ব্যাকগ্রাউন্ডে ছোটখাট চরিত্র হলেও চলবে। কিন্তু অভিনয় করতে চান তিনি। মাধবন জানান, তিনি ভেবেছিলেন শাহরুখ হয়তো মজা করছেন।
যদিও পরে নিজের স্ত্রীর কথায় কিং খানকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা পাঠান মাধবন। সঙ্গে সঙ্গে উত্তর আসে, শুটিংয়ের তারিখ কবে? শেষমেষ রকেট্রি ছবির অংশ হন শাহরুখ। ছবির হিন্দি ভার্সনে অভিনয় করেছেন তিনি। তাঁর চরিত্রটি হল একজন চ্যাট শোয়ের সঞ্চালকের যে মাধবনের সাক্ষাৎকার নেবে। তেলুগুতে ওই চরিত্রটিতে অভিনয় করছেন সুরিয়া। মাধবন জানান, দুজনের কেউই ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না।
প্রসঙ্গত, হিন্দি, তামিল ও ইংরেজি ভাষায় শুটিং করা হয়েছে ছবিটির। এছাড়াও তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও মুক্তি পাবে রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট। আগামী ১ লা জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি।