অভিনয় ছেড়ে মিষ্টির দোকান খুলবেন শাহরুখ! ভবিষ‍্যতের পরিকল্পনা বাতলালেন ‘পাঠান’

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ তিন দশক তিনি কাটিয়ে ফেলেছেন অভিনয় জগতে। অনেকের মতো তাঁর কেরিয়ারের শুরুটাও হয়েছিল ছোটপর্দা দিয়ে। কিন্তু সেই তরুণই যে একদিন গোটা বিশ্ব কাঁপাবেন সেটা ভাবতে পারেনি অনেকেই। তিনি শাহরুখ খান (Shahrukh Khan)। হাজারো বিতর্ক সত্ত্বেও যার জনপ্রিয়তা ম্লান হয় না। অগুন্তি ভক্ত‍র কাছে এখনো তিনি কিং খান।

চার বছরের বিরতির শেষমেষ অবসান ঘটিয়ে বড়প‍র্দায় ফিরতে চলেছেন শাহরুখ। ‘পাঠান’ এর পরেও আরো দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর। তবে শাহরুখ জানান, তাঁর নাকি মাত্র এক বছরই বিরতি নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সবকিছু ভেস্তে দেয় করোনা।

shahrukh unwell
লকডাউন বিরতি আরো দীর্ঘায়িত করে। এমনকি শাহরুখ এও জানান, ওই সময়টা তিনি বাড়ির সমস্ত কাজ করতেন। ঘর পরিস্কার থেকে জামাকাড় ধোওয়া এমনকি রান্নাবান্নাও শিখে গিয়েছিলেন তিনা। শাহরুখ বলেন, ইটালিয়ান খাবার বানাতে শিখেছেন তিনি। লকডাউন তাঁকে শারীরিক ভাবে ফিট করে তুলেছে।

কাতারে ফুটবল বিশ্বকাপ ফাইনালে হাজির হয়ে বিশেষ সাক্ষাৎকার দেন শাহরুখ। সেখানেই নিজেকে নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে। শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি অভিনেতা না হন তাহলে কী হতেন? কিং খান জবাব দেন, তিনি যদি কোনোদিন অভিনয় ছেড়ে দেন, তবে ব‍্যবসার দিকে ঝুঁকবেন। এই বলেই মজা করে শাহরুখ বলেন, পাঠান ক‍্যাটারিং বা বাজিগর বেকারি কিংবা দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে মিষ্টির দোকান খুলতে পারেন তিনি।

প্রসঙ্গত, ‘পাঠান’ মুক্তির আগেই বয়কটের ডাকে তোলপাড় বিভিন্ন মহল। একাধিক রাজ‍্যে শাহরুখের নামে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। অশ্লীলতার দায়ে কাঠগড়ায় তোলা হচ্ছে দীপিকা পাডুকোনকে। বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি পাঠান নিষিদ্ধ করার দাবি তুলছেন। কিন্তু এসব নিয়ে মাথা ঘামানোরই চেষ্টা করছেন না কিং খান। তিনি ব‍্যস্ত নিজের কাজে।


Niranjana Nag

সম্পর্কিত খবর