বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই জাতীয় নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছিল। এখন সেই আঁচ কিছুটা স্তিমিত হলেও একেবারে নিভে যায়নি। দেশের সাধারন মানুষের পাশাপাশি বলিউড তারকারাও প্রতিবাদে শামিল হন। তবে বেশিরভাগ অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা সিএএ ও এনআরসির বিরুদ্ধে মুখ খুললেও বলি উডের প্রথম সারির তারকারা মুখে কুলুপ এঁটেই ছিলেন। চুপ থাকতে দেখা গিয়েছে শাহরুখ খান, সলমন খান, আমির খান সহ বাকিদেরও।
তবে দীর্ঘদিন চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন এসআরকে। আর কয়েকটি মাত্র কথাতেই যে তাঁকে ঘিরে সব আলোচনা সমালোচনার অবসান করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতিএকটি নাচের রিয়েলিটি শোতে এসেছিলেন শাহরুখ। সেখানে তিনি বলেন, তিনি মুসলমান, তাঁর স্ত্রী হিন্দু, তাঁর সন্তানরা হিন্দুস্তানি। কিং খান আরও বলেন, “স্কুলে ভর্তির সময় ফর্মে ধর্মের কলাম ফিলআপ করতে হয়। সুহানা আমাকে এসে জিজ্ঞাসা করেছিল আমরা কোন ধর্মের। আমি বলেছিলাম আমরা ভারতীয়। আর আমার মনে হয় এটাই হওয়া উচিত।”
https://twitter.com/neeljoshiii/status/1221113992229244928?s=19
শাহরুখের বক্তব্যে উপস্থিত রেমো ডিসুজা সহ বাকিরাও তাঁকে সাধুবাদ জানান। নেটিজেনরা মনে করছেন, শাহরুখের এই মন্তব্য পরোক্ষে তাঁকে নিয়ে ওঠা নানা সমালোচনার জবাব। পাশাপাশি ধর্মের বিষয়ে এই ভেদাভেদ নিয়ে নিজের মতটাও স্পষ্ট করে দিলেন তিনি।
শাহরুখের এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তাঁর মন্তব্যের প্রশংসাও করছেন নেটিজেনরা। তবে বিষয়টা নিয়ে আরও আগে মুখ খুললে ভাল করতেন তিনি, এমনটাও বলছেন অনেকে।
প্রসঙ্গত, শেষবার ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে। তবে সেই ছবি বক্স অফিসে বড়সড় ফ্লপ হয়। এরপর বড়পর্দা থেকে একরকম বিরতি নিয়েছেন কিং খান। তবে নতুন ছবি নিয়ে যে ভাবনা চিন্তা চলছে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।