‘এটাই হয়তো আমার শেষ…’, ভক্তদের মন ভেঙে ৫৯-এসেই বড় বার্তা শাহরুখের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার নেটপাড়া শুধুই ‘শাহরুখ’ময়। আর হবে নাই বা কেন, প্রথম বার মেট গালায় অভিষেক করলেন শাহরুখ খান (Shahrukh Khan)। আর প্রথম বারেই কার্যত ছক্কা হাঁকিয়েছেন কিং খান। তাঁর পোশাক থেকে স্টাইল সবকিছুই ছিল এদিনের চর্চার বিষয়। যদিও প্রথমে শাহরুখ বলেছিলেন, এতবার রেড কার্পেটে হেঁটেছেন তিনি, কিন্তু এবারে বেশ ভয়ই লাগছে তাঁর। যদিও শাহরুখোচিত (Shahrukh Khan) ক্যারিশ্মায় মেট গালা জয় করেছেন তিনি। কিন্তু ডেবিউয়ের পরেই বড়সড় ইঙ্গিত দিয়েছেন শাহরুখ যাতে বেশ মুষড়েই পড়েছেন ভক্তরা।

প্রথম বার মেট গালায় শাহরুখ খান (Shahrukh Khan)

প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালায় পা রেখে ইতিহাস তৈরি করেছেন শাহরুখ (Shahrukh Khan)। কিন্তু এটাই প্রথম আর এটাই শেষ, অন্তত এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। ফ্যাশন দুনিয়ার খ্যাতনামা মঞ্চ মেট গালা। কিন্তু শাহরুখের কথায় এদিন ফ্যাশন নয়, উঠে এল দেশের কথা। তিনি বলেন, দেশের মানুষের প্রতিনিধিত্ব করা জরুরি। ভারত এখন সব ক্ষেত্রেই নিজের অবস্থান স্পষ্ট করছে। ভারতীয়দের উপস্থিতির দিকটাও বিশ্বকে বুঝিয়ে দিতে হবে বলে মন্তব্য করেন শাহরুখ (Shahrukh Khan)।

Shahrukh Khan said this will probably be his last time

সংবাদ মাধ্যমের মুখোমুখি কিং খান: কিং খান জানান, তিনি নিজে থেকে কোনোদিন মেট গালায় আসতেন কিনা তা তিনি জানেন না। তবে তাঁর সন্তানরা এই ইভেন্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত বলে জানান তিনি। উপরন্তু সব্যসাচী তাঁকে যোগ দেওয়ার পরামর্শ দিতে তখন নাকি আরোই উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁরা। এখানেও অবশ্য স্বভাবোচিত কৌতুক মিশিয়ে শাহরুখ (Shahrukh Khan) বলেন, তাঁকে মেট গালা লুকে ভালো লাগবে, এটাই তাঁর সন্তানরা বলতে চেয়েছিল কিনা তা তিনি বুঝতে পারেননি।

আরো পড়ুন : দেশজুড়ে যুদ্ধকালীন মহড়া! বাড়িতে রাখুন টর্চ-মেডিক্যাল কিট-টাকা, মক ড্রিলের সময়ে কী কী করবেন?

ফ্যাশন নিয়ে মশকরা শাহরুখের: মজা করে নিজের ফ্যাশন সম্পর্কে অজ্ঞতার কথা স্বীকার করে শাহরুখ (Shahrukh Khan) বলেন, তিনি সব্যসাচীকে বলেছিলেন, কাঁধের উপরে এমন কোনো প্যাডিং না দিতে যাতে তাঁকে ‘উড়ন্ত বিমান’ মনে হয়। তবে তাঁর পছন্দ মতোই পোশাক বানিয়েছেন জনপ্রিয় বাঙালি ডিজাইনার। এই পোশাক তাঁর বেশ আরামদায়কই লাগছে বলে জানিয়েছেন কিং খান।

আরো পড়ুন : ‘মরতে বসেছেন তো…’, পাকিস্তান ইস্যুতে সরব জাভেদ আখতার, ‘ছ্যাঁত’ করে উঠে শাপশাপান্ত শুরু পাক নায়িকার

ডেবিউতেই যা ঝড় তুলেছেন, এখন থেকেই পরবর্তী মেট গালায় শাহরুখকে দেখার অপেক্ষায় ভক্তরা। তবে জল্পনা বাড়িয়ে তিনি বলে গেলেন, এটা তাঁর শেষ মেট গালাও হতে পারে। সত্যিই নাকি স্রেফ কৌতুক? তা অবশ্য খোলসা করেননি শাহরুখ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X