দর্শক টানতে সব করতে রাজি, বাথরুমে শার্টলেস অবতারে ভাইরাল শাহরুখের ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনুরাগীদের কীভাবে চমকে দিতে হয় তা খুব ভালভাবেই জানেন শাহরুখ খান (Shahrukh Khan)। কম দিন তো হল না ইন্ডাস্ট্রিতে। গডফাদার ছাড়া পা রেখেছিলেন বলিউডে, এখন নিজেই নিজের গডফাদার হয়ে উঠেছেন অভিনেতা। গোটা বিশ্ব তাঁকে চেনে কিং খান হিসাবে। ৫৬ বছর বয়সেও তাঁর ক‍্যারিশ্মায় এতটুকু মরচে পড়েনি।

বিজ্ঞাপনী ভিডিওতেও কীভাবে নজর কাড়তে হয় তা শাহরুখ স্পষ্ট করে দিয়েছেন নতুন একটি ভিডিওতে। বহু সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। একাধিক নামীদামী ব্র‍্যান্ডের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডরও তিনি। এবার এক জনপ্রিয় সংস্থার নতুন লঞ্চ হওয়া বডি ওয়াশের বিজ্ঞাপনে দেখা গিয়েছে শাহরুখকে।


ভিডিওতে অর্ধনগ্ন অবস্থায় দেখা গিয়েছে বলিউড বাদশাকে। তাঁর মাথা থেকে বুক পর্যন্ত সুঠাম, পেশিবহুল শরীরের বেশ কিছুটা দৃশ‍্যমান।
বিজ্ঞাপনের গল্প অনুযায়ী, বাথরুমে স্নান করার আগে বডি ওয়াশের প্রচার করছেন শাহরুখ।

যদিও গোটা বিষয়টাকেই হাসির মোড়কে বেঁধেছেন বিজ্ঞাপন নির্মাতারা। কিন্তু তাতে এসআরকের সম্মোহন এতটুকুও কমেনি। বিজ্ঞাপনী ভিডিও ভাইরাল হতেই মন্ত্রমুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ আবার মেতেছেন দুষ্টুমিতেও। রোজ রোজ তো কিং খানের শার্টলেস অবতার দেখার সুযোগ হয়না!

নতুন উদ‍্যমে অভিনয়ে কামব‍্যাক করছেন শাহরুখ। তাঁর মতো সক্রিয় অভিনেতার কাছে চার বছরের বিরতিটা সত‍্যিই লম্বা ছিল। পরপর ছবি ফ্লপ হওয়ার পর নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছিলেন বাদশা। ভাল চিত্রনাট‍্য পড়া আলর খোঁজার কাজেই ব‍্যস্ত হয়ে পড়েছিলেন। অবশেষে বিরতি শেষ হয়েছে তাঁর। পর্দায় ফিরছেনও বাদশাহি মেজাজে, তিন তিনটি নতুন ছবি নিয়ে।

https://www.instagram.com/p/CfvQMQpM2cQ/?igshid=YmMyMTA2M2Y=

বিজ্ঞাপনী ভিডিও অবশ‍্য আগে থেকেই শুরু করেছিলেন শাহরুখ। ছেলে আরিয়ান মাদক কাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই প্রকাশ‍্যে আসে একটি ঠাণ্ডা পানীয়ের বিজ্ঞাপন, যেখানে রোমহর্ষক অ্যাকশন করতে দেখা গিয়েছিল শাহরুখকে। পুরনো কিং খানকে ফিরে পেয়ে উৎফুল্ল ছিলেন অনুরাগীরাও। নতুন বিজ্ঞাপন অভিনেতাকে বড়পর্দায় দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিল।

সম্পর্কিত খবর

X