সাদা থান গায়ে জড়িয়ে মক্কায় শাহরুখ, শুটিং শেষ করে ধর্ম পালন কিং খানের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তিনি সিক্স প‍্যাক অ্যাবসে তরুণীদের রাতের ঘুম ছোটাতে পারেন, আবার রাতারাতি ভোল বদলে চরম ধার্মিকও হয়ে উঠতে পারেন। তিনি শাহরুখ খান (Shahrukh Khan)। অতি সম্প্রতি সৌদি আরবে ‘ডাঙ্কি’র শুটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। শুট মিটতেই তল্পিতল্পা গুটিয়ে সোজা মক্কায় পাড়ি কিং খানের‌। ‘উমরাহ’ পালন করতে দেখা গেল অভিনেতাকে।

খালি গায়ের উপরে জড়ানো একটি সাদা থান। মুখ ঢাকা সার্জিক‍্যাল মাস্কে। কিন্তু শাহরুখকে চিনতে অসুবিধা হয় না। মক্কা শরিফ থেকে কিং খানের একাধিক ছবি, ভিডিও শেয়ার করা হয়েছে তাঁরই একটি ফ‍্যান পেজে। তাঁর আশেপাশে বহু মানুষজনকেই দেখা গিয়েছে। জানা গিয়েছে, মক্কায় ‘উমরাহ’ পালন করতে গিয়েছেন শাহরুখ।


ছবিগুলি ভাইরাল হওয়া মাত্রই প্রশংসার বন‍্যায় ভেসেছেন কিং খান। উল্লেখ‍্য, সব ধর্মীয় উৎসবই পালন করতে দেখা যায় শাহরুখকে। প্রতি বছর মন্নতে পরিবারকে নিয়ে গণেশ পুজোর আয়োজন করেন তিনি। গণপতি বাপ্পার আরাধনা‍র ছবিও শেয়ার করেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। শাহরুখ নিজেদের হিন্দু-মুসলিম পরিবার বলেন। তিনি মুসলিম হলেও স্ত্রী বিয়ের আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। শাহরুখ বলেন, সন্তানদের সব ধর্মকে সমান সম্মান দেওয়ার শিক্ষা দিয়েছেন তিনি।

অতি সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সৌদি আরবে ডাঙ্কির শুটিং শেষ হওয়ার কথা ঘোষনা করেছিলেন শাহরুখ। পরিচালক রাজকুমার হিরানি, ছবির গোটা টিম সহ সৌদি সরকারের ছবি ও সংষ্কৃতি মন্ত্রককেও ধন‍্যবাদ জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই চর্চায় উঠে এসেছিলেন শাহরুখ। সৌদি আরবের শারজা তে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ। মুম্বই বিমানবন্দরে পৌঁছাতেই নিরাপত্তারক্ষীরা আটকায় তাঁকে। এয়ার ইনটেলিজেন্স ইউনিট সূত্রে খবর, প্রায় ১৮ লাখ টাকা দামের একাধিক রিস্ট ওয়াচ সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শাহরুখ। এগুলো সবই আরব আমিরশাহী থেকে তিনি কিনেছিলেন বলে খবর। তাঁকে আটক করে ৬.৮৩ লাখ টাকা জরিমানা নেওয়া হয় বলে জানা গিয়েছিল। যদিও পরে জানা যায় আদৌ এমন কিছু হয়নি।

X