বাংলাহান্ট ডেস্ক: তিনি কিং খান। তাই তাঁর ব্যাপার স্যাপারও হবে কিং সাইজ। চার বছরের অপেক্ষা শেষে শাহরুখোচিত (Shahrukh Khan) কামব্যাকের প্রথম ঝলকই ঝড় তুলেছে বিভিন্ন মহলে। নিন্দা হোক প্রশংসা, ইতিবাচক নেতিবাচক সব দিক দিয়েই ট্রেন্ডিংয়ে ‘পাঠান’। এমনকি ফুটবলের মহারণের চূড়ান্ত মঞ্চও নাকি কাঁপতে চলেছে পাঠানের এনট্রিতে। জল্পনা নিয়ে শোরগোল নেটপাড়ায়।
কাতারে চলছে ফুটবলের বিশ্বযুদ্ধ। আর্জেন্টিনা ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে অপেক্ষায় প্রতিপক্ষের। আগামী ১৮ ডিসেম্বর বিশ্বসেরা দলকে দেখার অপেক্ষায় রাত জাগবে গোটা ভারত। সঙ্গে থাকতে চলেছে আরো এক বিরাট চমক। ফিফা বিশ্বকাপ ফিনালেতে লুসাইল স্টেডিয়ামে উপস্থিত থাকছেন খোদ শাহরুখ খান। আর তাঁর উপস্থিতি যে পাঠানের সঙ্গে সম্পর্কিত তাও ইতিমধ্যেই স্পষ্ট।
শাহরুখের একাধিক ফ্যানক্লাবের তরফে দাবি করা হচ্ছে, পাঠানের প্রচার করতেই ফিফা বিশ্বকাপের মঞ্চ বেছে নিয়েছেন কিং খান। সেমি ফাইনালের প্রথম ম্যাচ আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচের আগেও পর্দায় দেখা মিলেছিল শাহরুখের। লুসাইল স্টেডিয়ামের প্রশংসা করে তিনি বলেছিলেন, মেসিও এই স্টেডিয়ামটি খুব পছন্দ করেন।
এর আগে শোনা গিয়েছিল, পাঠান ছবিতে শাহরুখের নায়িকা দীপিকা পাডুকোন নাকি ফিফা বিশ্বকাপের মঞ্চে ট্রোফির উপর থেকে পর্দা উন্মোচন করবেন। যদিও বিষয়টা নিয়ে অভিনেত্রীর তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
Shah Rukh Khan to promote Pathaan at #FIFAWorldCup #FIFAWorldCupQatar2022 #FIFAWorldCup2022 final! 🔥#Pathaan #ShahRukhKhan #SRK #BesharamRang #ArgentinaVsCroatia #Messi pic.twitter.com/vKcf9Q5jFW
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) December 13, 2022
উল্লেখ্য, গত আইপিএল এর ফিনালের আগে ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার প্রকাশ্যে এনেছিলেন আমির খান। কিন্তু সে ছবির হাল বক্স অফিসে কী হয়েছিল তা দেখেছেন সকলেই। আগামীতে পাঠানের পরিণতি কী হয়, বয়কটের ডাক সামলে বলিউডে ব্যবসার হাল শাহরুখ ফেরাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।