পয়সা উসুল অ্যাকশন, চার বছর পর বড়পর্দায় শাহরুখ! জন্মদিনে প্রকাশ‍্যে ‘পাঠান’ এর টিজার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জল্পনা ছিলই। ভক্তদের নিরাশ করলেন না শাহরুখ খান (Shahrukh Khan)। ৫৭ তম জন্মদিনে সমগ্র অনুরাগী মহলের জন‍্য সবথেকে বড় সারপ্রাইজ উপহার হিসাবে দিলেন তিনি। ২ রা নভেম্বর প্রকাশ‍্যে এল বহু প্রতীক্ষিত ‘পাঠান’ এর প্রথম ঝলক। সেই সঙ্গে নেটদুনিয়ায় এক লহমায় ট্রেন্ডিংয়ে চলে এলেন এসআরকে।

২ রা নভেম্বর ৫৭ এ পা দিলেন কিং খান। তাঁর জন্মদিন উপলক্ষে কয়েকদিন আগে থেকেই মন্নতের সামনে ভিড় জমতে শুরু করেছিল ভক্তদের। রাত ১২ টা বাজার পরেই অনুরাগীদের জমায়েতের হৃদস্পন্দন বাড়িয়ে মন্নতের ব‍্যালকনিতে দেখা দেন শাহরুখ। সবাইকে প্রণাম জানান, ধন‍্যবাদ দেন ভালবাসার জন‍্য।


সোশ‍্যাল মিডিয়া ইতিমধ‍্যেই ভরে গিয়েছে বাদশার জন্মদিনের পোস্টে। ছবি, ভিডিও শেয়ার করে চলছে শুভেচ্ছা জানানোর ধুম। এদিন অভিনেতার তরফ থেকেও এল ফিরতি উপহার। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, জন্মদিনের দিনই কামব‍্যাক ছবি ‘পাঠান’ এর টিজার রিলিজ করবেন কিং খান। আর হলও সেটাই।

প্রথম পোস্টার থেকেই জানা গিয়েছিল, নিজের ট্রেডমার্ক রোম‍্যান্টিক লুক ছেড়ে বেরিয়ে অ্যাকশন ছবি করতে চলেছেন শাহরুখ। ১ মিনিটের টিজারে প্রতিশ্রুতি মতোই দুরন্ত অ্যাকশন অবতারে দেখা গেল তাঁকে। টিজার থেকে জানা যাচ্ছে, আগের মিশনে পাঠান ধরা পড়ে। প্রচণ্ড নির্যাতন করা হয় তাঁয উপরে। গত ৩ বছর ধরে কেউ জানেও না সে বেঁচে আছে কী নেই।


এরপরেই পাঠান রূপী শাহরুখকে বলতে শোনা যায়, বেঁচে আছে। টিজারে পাঠান শাহরুখের পাশাপাশি নায়িকা দীপিকা পাডুকোনের লাস‍্যময়ী অবতার এবং খলনায়ক জন আব্রাহামেরও দেখা মিলেছে। ক‍্যাপশনে শাহরুখ লিখেছেন, সিটবেল্ট বেঁধে নিন। পাঠান এর টিজার মুক্তি পেয়েছে।

চার বছর পর বড়পর্দায় শাহরুখ। অনুরাগীরা রীতিমতো উৎসব শুরু করেছেন নেটপাড়ায়। একজন লিখেছেন, আর অপেক্ষা করা যাচ্ছে না। আবার কেউ লিখেছেন, শেষমেষ বলিউডের কাছ থেকে ভাল কিছু পাওয়ার আশায়। উল্লেখ‍্য, আগামী ২৫ জানুয়ারি হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে পাঠান।

X