মক্কায় উমরাহ করার পর বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ! ছবি মুক্তির আগে দিলেন পুজো

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই মক্কায় উমরাহ পালন করতে গিয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। সেই ছবি ভাইরাল হতে একাধারে নিন্দা এবং প্রশংসা দুই জুটেছিল তাঁর। কিন্তু তিনি তো কিং খান। কটাক্ষ তাঁর কাছ পর্যন্ত পৌঁছায়ইনি। মক্কায় যাওয়ার পর কিছুদিনের মধ্যেই আবার বৈষ্ণোদেবীর মন্দিরে দেখা মিলল অভিনেতার। ‘পাঠান’ মুক্তির আগে ভক্তিভরে পুজো দিলেন তিনি।

আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’। হাতে এক মাসেরও কিছুটা বেশি সময়। সোমবার ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পেয়েছে। তার আগে জম্মু এবং কাশ্মীরের এই পবিত্র তীর্থস্থানে ঢুঁ মারলেন শাহরুখ। অভিনেতার ফ্যানপেজ থেকে কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে।

Shahrukh khan
ভিডিওতে দেখা গিয়েছে, কালো হুডি জ্যাকেটে মাথা, মুখ ঢেকে বৈষ্ণোদেবীর রাস্তায় হাঁটছেন শাহরুখ। তীর্থযাত্রীদের মাঝে হাঁটলেও তাঁর চারপাশে নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিল। দ্রুত পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশে উঠতে দেখা যায় শাহরুখকে। জ্যাকেটে মুখ ঢেকে রাখলেও তিনিই যে কিং খান তা বুঝতে অসুবিধা হয় না কারোরই।

ভিডিও ভাইরাল হতে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের। অনেকে প্রশংসা করেছেন শাহরুখের। আবার অনেকে কটাক্ষ শানাতেও ছাড়েননি। কেউ কেউ প্রশ্ন করেছেন, শাহরুখের ধর্মটা ঠিক কী? তিনি হিন্দু নাকি মুসলিম? মক্কায়ও যাচ্ছেন আবার বৈষ্ণোদেবীও যাচ্ছেন! কট্টরপন্থীদের নিশানায় উঠে এসেছেন কিং খান।

Shahrukh khan
সৌদি আরবে ‘ডাঙ্কি’র শুটিং করতে গিয়েছিলেন শাহরুখ। শুট মিটতেই তল্পিতল্পা গুটিয়ে সোজা মক্কায় পাড়ি দেন কিং খান। ‘উমরাহ’ পালন করতেই গিয়েছিলেন অভিনেতা। খালি গায়ের উপরে একটি সাদা থান জড়িয়ে, সার্জিক‍্যাল মাস্কে মুখ ঢেকে গিয়েছিলেন তিনি। কিন্তু শাহরুখকে চিনতে অসুবিধা হয়নি। মক্কা শরিফ থেকে কিং খানের একাধিক ছবি, ভিডিও শেয়ার করা হয়েছিল তাঁরই একটি ফ‍্যান পেজে।

https://twitter.com/SharaniaJ/status/1602149298317234176?s=20&t=6vG1m3D27DJ3eKy6PjTb7g

ছবি ভাইরাল হতে ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয়েছিল। কট্টরপন্থীরা কোণঠাসা করার চেষ্টায় ছিলেন শাহরুখকে। একজন লিখেছিলেন, শাহরুখ তো নিজের বাড়িতে মূর্তিপুজোও করেন। একাধিক ঈশ্বরে বিশ্বাস করা সবথেকে বড় পাপ। আবার আরেকজন লিখেছিলেন, এই লোকটা হিন্দু মেয়েকে বিয়ে করেছে। কিন্তু শাহরুখের বৈষ্ণোদেবী দর্শন এটা বুঝিয়ে দিল যে তিনি কটাক্ষে কোনো পাত্তা দেননি।


Niranjana Nag

সম্পর্কিত খবর