বাংলাহান্ট ডেস্ক: দুজন পুরুষ ও নারী কখনো একে অপরের বন্ধু হতে পারে না। আর অভিনয় ইন্ডাস্ট্রিতে তো একেবারেই নয়। সবার এই ধারনা বহু বছর আগেই মিথ্যে প্রমাণ করে দিয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan) ও কাজল (Kajol)। বলিউডের অন্যতম রোম্যান্টিক জুটি তাঁরা। অথচ ক্যামেরা বন্ধ হলেই তাঁদের অন্য রূপ। বাস্তব জীবনে রাজ সিমরন নয়, টম অ্যান্ড জেরির জুটি শাহরুখ কাজলের।
তবে ব্যাপারটা চিরদিন এমন ছিল না। প্রথমে কাজলকে দুচক্ষে সহ্য করতে পারতেন না শাহরুখ। এমনকি তাঁর কেরিয়ার শেষ করতেও উঠে পড়ে লেগেছিলেন বাদশা। কাজল যাতে ইন্ডাস্ট্রিতে কাজ না পান সেজন্য তাঁর নামে সবার কাছে নিন্দা করতেন, একথা নিজে মুখে স্বীকার করেছিলেন কিং খান।
আসলে কাজলকে যারা চেনেন তারা খুব ভাল ভাবেই জানেন যে, তিনি খুবই চঞ্চল স্বভাবের। প্রাণোচ্ছ্বল প্রকৃতির কাজল সবসময়ই হাসিমজা করতেই থাকেন। এমনকি শুটিং সেটেও ব্যতিক্রম হয় না। কাজলের কেরিয়ারের শুরুতে এমন কাণ্ড দেখে বেশ বিরক্তই হয়েছিলেন শাহরুখ।
‘বাজিগর’ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন কাজল। ছবির শুটিংয়ের মাঝেই একদিন আমির খান ফোন করেন শাহরুখকে। জানান, তাঁর পরবর্তী ছবিতে কাজলকে নেওয়ার কথা ভাবা হচ্ছে। তাই শাহরুখের কাছে প্রশ্ন, অভিনেত্রী হিসাবে কাজল কেমন? যেহেতু তাঁরা একসঙ্গে কাজ করছেন, তাই আমিরের প্রশ্ন কাজলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেন?
সঙ্গে সঙ্গে শাহরুখ বলে উঠেছিলেন, কাজলের সঙ্গে কাজ করা সম্ভবই নয়। কাজে মন থাকে না তাঁর। সর্বক্ষণ হাসিমজা চলতে থাকে। আমিরও যেন তাঁর পরবর্তী ছবিতে কাজলকে না নেন।
তবে সেযাত্রা বেঁচে গিয়েছিল কাজলের কাজলের কেরিয়ার। কারণ ‘বাজিগর’ সুপারহিট হয়েছিল বক্স অফিসে। কাজল যে শুধু হাসিমজাই করেন না, অভিনয়টাও ভাল পারেন সেটা বুঝে গিয়েছিলেন শাহরুখ। তারপর ভুল শুধরে নিতে নিজেই ফোন করেছিলেন আমিরকে। জানিয়েছিলেন, তাঁদের রসায়ন দারুন কাজ করেছে। আমির নিশ্চিন্তে ছবিতে নিতে পারেন কাজলকে।