Shahrukh Khan: বাড়িতে বউ থাকতেও মজেছিলেন পরকীয়ায়, প্রিয়াঙ্কার জন্য শরীরে এই বদল আনতেও রাজি ছিলেন শাহরুখ!

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে পরকীয়ার উদাহরণ রয়েছে ভূরি ভূরি। এমনকি ইন্ডাস্ট্রির ‘কিং খান’ শাহরুখ খানের (Shahrukh Khan) বিরুদ্ধেও রয়েছে পরকীয়ার অভিযোগ। বাড়িতে স্ত্রী সন্তান থাকতেও প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। খবর ছড়িয়েছিল দাবানলের মতো। শোনা যায়, গৌরীর কানে উঠতেই নাকি সংসার বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। শাহরুখকে (Shahrukh Khan) সাবধান করা থেকে প্রিয়াঙ্কার কেরিয়ারেও আঁচ পড়েছিল বলে শোনা যায়। কতদূর এগিয়েছিল শাহরুখ প্রিয়াঙ্কার চর্চিত সম্পর্ক?

প্রিয়াঙ্কায় মজেছিলেন শাহরুখ (Shahrukh Khan)

বলিউডে শাহরুখ (Shahrukh Khan) গৌরীর দাম্পত্য জীবনের নিদর্শন দেওয়া হয়। কিন্তু অগুন্তি মেয়ের স্বপ্নের পুরুষ শাহরুখেরও পা ফসকেছিল প্রিয়াঙ্কাকে দেখে। শোনা যায়, ‘ডন ২’ ছবির সেটেই নাকি পরস্পরের প্রেমে পড়েন তাঁরা। না, দুজনের কেউই কখনোই একথা স্বীকার করেননি, তবে বিভিন্ন সময়ে শাহরুখের সঙ্গে বিশেষ সম্পর্ক নিয়ে ইঙ্গিত করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। এমনকি তাঁর জন্য নিজের শরীরে এই বিশেষ পরিবর্তন আনতেও রাজি ছিলেন অভিনেতা।

Shahrukh Khan

নিজের শরীরে বদল আনতেও রাজি হন বাদশা

তখন কউন বনেগা ক্রোড়পতি শোতে সঞ্চালক ছিলেন শাহরুখ (Shahrukh Khan)। সেখানেই এক পর্বে হাজির হয়েছিলেন করিনা কাপুর এবং প্রিয়াঙ্কা। সকলের সামনেই অভিনেত্রীর সঙ্গে ইঙ্গিতপূর্ণ রসিকতায় মেতেছিলেন শাহরুখ। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কেবিসির সঞ্চালককে (অর্থাৎ তাঁকে) তাঁর পছন্দ কিনা। উত্তরে প্রিয়াঙ্কা বলেছিলেন, তাঁর এমন পুরুষ পছন্দ যাঁর ফ্যাশন সেন্স ভালো এবং যাঁর শরীর থেকে সুগন্ধ বের হয়। কিন্তু খুশি হতে গিয়েও অভিনেত্রীর পরের মন্তব্যে দমে যান শাহরুখ (Shahrukh Khan)। প্রিয়াঙ্কা এরপরেই বলেছিলেন, নিজের থেকে একটু লম্বা ছেলেই তাঁর পছন্দ। এদিকে শাহরুখ প্রিয়াঙ্কার প্রায় সমান উচ্চতার। তারপরেই অভিনেতা বলে উঠেছিলেন, পুশ আপ আর ওয়ার্ক আউট করে নিজের উচ্চতা কিছুটা ঠিক করে নেবেন তিনি।

আরো পড়ুন : আজকের রাশিফল ১ সেপ্টেম্বর, আর্থিক দিক থেকে মালামাল হবে এই চার রাশি

পরকীয়ার প্রভাব পড়ে প্রিয়াঙ্কার কেরিয়ারে

এদিকে শাহরুখ (Shahrukh Khan) এবং প্রিয়াঙ্কার চর্চিত সম্পর্কের কাহিনি ফলাও করে ছড়াতে শুরু করে সংবাদ মাধ্যমে। গৌরীর কানে উঠতেও দেরি হয়নি। শোনা যায়, সে সময়ে সংসার ভাঙার ভয় দেখিয়ে সে যাত্রা স্বামীকে বেহাত হওয়া থেকে রক্ষা করেন তিনি। শুধু তাই নয়, শোনা যায় এই ঘটনার জেরে বলিউডে কাজ পাওয়াও অনেক কমে গিয়েছিল প্রিয়াঙ্কার। তিনি নিজেও একথা পরে জানিয়েছিলেন।

Shahrukh Khan

ডন ২ ছবির পরে অবশ্য আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি শাহরুখ প্রিয়াঙ্কাকে। ওই ঘটনার পরে আর কোনো নায়িকার সঙ্গে নামও জড়ায়নি কিং খানের। অন্যদিকে হলিউডে গিয়ে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে সংসার শুরু করেন প্রিয়াঙ্কা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X