বাংলাহান্ট ডেস্ক : শাহরুখ খানের (Shahrukh Khan) কেরিয়ারে যতই সুপারহিট ছবি থাকুক না কেন, তাঁর আইকনিক ছবিগুলির তালিকায় একটিই নাম থাকবে সবার উপরে, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। নয়তো মুক্তির পর থেকে এত বছর ধরে মারাঠা মন্দিরে চলতে পারে ছবিটি! পরবর্তীতে আরো বহু ব্লকবাস্টার এবং উপহার দিলেও ডিডিএলজের প্রতি শাহরুখ (Shahrukh Khan) ভক্তদের আবেগটা অন্য রকম।
শাহরুখের (Shahrukh Khan) কেরিয়ারের অন্যতম সফল ছবি ডিডিএলজে
শাহরুখ (Shahrukh Khan) কাজল জুটির অন্যতম জনপ্রিয় ছবি ডিডিএলজে। রাজ সিমরন জুটি আজো সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় সযত্নে জায়গা করে রয়েছে। এই ছবির ক্ষেত্রে শাহরুখ (Shahrukh Khan) ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না। অথচ জানলে চমকে যাবেন, শাহরুখ নাকি ডিডিএলজের জন্য আদৌ প্রথম পছন্দ ছিলেনই না।
পরিচালক বেছেছিলেন এই নায়ককে: পরিচালক আদিত্য চোপড়া নাকি রাজ চরিত্রের জন্য অন্য এক সুপারস্টারকে পছন্দ করেছিলেন। তিনি সইফ আলি খান। কিন্তু তা হয়নি। এমনকি তাঁর নাকি ইচ্ছা ছিল, ছবিটি ইন্দো আমেরিকান ভাবে তৈরি করবেন। নায়ক হবেন টম ক্রুজ। কিন্তু হলিউড অভিনেতার পারিশ্রমিক শুনেই পিছিয়ে গিয়েছিলেন তিনি।
আরো পড়ুন: সোনাদানা নয়, এই “সামান্য” উপহারেই খুশি, বিয়ের ৫১ বছর পরও জয়ার জন্য কী নিয়ে যান অমিতাভ?
কেন সফল হয়নি প্ল্যান: শোনা যায়, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গের জন্য টম ক্রুজ নাকি ৮ মিলিয়ন পারিশ্রমিক চেয়েছিলেন, যা শাহরুখের (Shahrukh Khan) থেকে প্রায় আড়াই গুণ বেশি ছিল। ছবির বাজেট ছিল ২৮ কোটি টাকা, আর টম নিজেই চেয়ে বসেছিলেন প্রায় ৯০ শতাংশ। শেষমেশ প্রযোজক যশ চোপড়া ছেলেকে পরামর্শ দেন, স্টোরিলাইন একটু বদলে শাহরুখ (Shahrukh Khan) কাজলকে চূড়ান্ত করতে। বাকিটা ইতিহাস।
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল যশ চোপড়া প্রযোজিত এবং আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে শাহরুখের কেরিয়ারের উন্নতিতে একটা বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল। সে সময় ১০২.৫ কোটি টাকা তুলে সবথেকে বেশি আয় করা ভারতীয় ছবির তকমা পেয়েছিল ডিডিএলজে।