মাদক সেবন থেকে যৌন সঙ্গম সব করতে পারে আরিয়ান, ছেলের ব‍্যাপারে ‘দরিয়া দিল’ শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: বলিউড বাদশা, কিং খান, রোম‍্যান্স কিং এমন একাধিক তকমা জড়িয়ে তাঁর নামের সঙ্গে। যাকে এক ঝলক দেখার জন‍্য মুখিয়ে থাকে লক্ষ লক্ষ মহিলা অনুরাগী, তিনি শাহরুখ খান (shahrukh khan)। পঞ্চাশের মধ‍্যভাগে এসেও তাঁর ক‍্যারিশ্মা কমেনি এতটুকুও। তিন সন্তানের বাবা হলে কী হবে, মন থেকে এখনো যুবক তিনি। সন্তানদের সঙ্গেও মেশেন বন্ধুর মতো। তার প্রমাণ নিজের মুখেই দিয়েছিলেন শাহরুখ।

বেয়াড়া প্রশ্নের চমকপ্রদ জবাব দেওয়ার জন‍্য বেশ খ‍্যাতি রয়েছে অভিনেতার। উত্তর দেওয়ার ক্ষেত্রে তাঁর বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয়। কিন্তু এই শাহরুখই একবার এমন বেফাঁস মন্তব‍্য করে বসেছিলেন যে চমকে উঠেছিলেন নেটিজেনরা। উপরন্তু নিজের বড় ছেলে আরিয়ানের (aryan khan) সম্পর্কেই এমন মন্তব‍্য করেছিলেন কিং খান!

Shah Rukh Khan Aryan Khan
সে সময় সবে সবে শাহরুখ গৌরির পরিবারে বেড়েছে সদস‍্য সংখ‍্যা। প্রথম সন্তান আরিয়ানের জন্ম দিয়েছেন গৌরি খান। সে সময় এক সাক্ষাৎকারে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল আরিয়ানকে কীভাবে বড় করার কথা ভাবছেন অভিনেতা। এর উত্তরে শাহরুখ বলেন, তিনি নিজে টিনেজ বয়সে যা যা করতে পারেননি তিনি চান ছেলে সেই সবগুলোই করুক।

শাহরুখ বলেন, আরিয়ানের যখন তিন চার বছর বয়স হবে তখনি সে চাইলে মেয়েদের পেছনে ছুটতে পারে, মাদক সেবন করতে পারে বা যৌন সঙ্গম করতে পারে। কিং খান বলেন আরিয়ান যদি তাড়াতাড়িই সব শুরু করে দেয় তাহলে ভাল। বড়লোকের বিগড়ে যাওয়া ছেলের মতো হতে হবে আরিয়ানকে। কিন্তু সে যদি ভাল ছেলে হয় তাহলে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন শাহরুখ।

অভিনেতার দাবি ছিল, সহ অভিনেতা অভিনেত্রী যাদেরই মেয়ে আছে সকলের থেকে আরিয়ানের ব‍্যাপারে নালিশ শুনতে চান তিনি। বলা বাহুল‍্য, পুরো বিষয়টাই মজা করে বলেছিলেন শাহরুখ। কিন্তু তাঁর এই মন্তব‍্য দারুন শোরগোল ফেলেছিল সে সময় ইন্ডাস্ট্রিতে। খুব শিগগিরিই ২৪ এ পা দেবেন আরিয়ান। চলতি বছরের মে মাসে ক‍্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি থেকে গ্র‍্যাজুয়েশন পাশ করেছেন তিনি। শাহরুখ জানিয়েছিলেন, আরিয়ান একজন ফিল্মমেকার হতে চান।

Niranjana Nag

সম্পর্কিত খবর