নিজের নেশা ছাড়া চলে না, বাবা হয়ে ছেলেমেয়ে ধূমপান করুক সেটা চাননি শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ব‍্যস্ততম অভিনেতাদের মধ‍্যে একজন হয়েও পরিবারের গুরুত্ব অস্বীকার করার মানুষ নন শাহরুখ খান (Shahrukh Khan)। তিন সন্তানের সঙ্গে সময় ভাবে সময় কাটানোর চেষ্টা করেন তিনি। বড় ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান তুলনামূলক বড়। দুজনেই নিজেদের পেশাগত জীবন শুরু করতে চলেছেন। আব্রাম অবশ‍্য এখনো অনেকটাই ছোট আর সেই সঙ্গে বাবা, মা, দাদা, দিদিদের খুব আদরেরও বটে।

গত বছর মাদক কাণ্ডে নাম জড়িয়ে আরিয়ান গ্রেফতার হওয়ার পর বিদেশে ছবির শুটিং বন্ধ করে ছেলের কাছে ছুটে গিয়েছিলেন শাহরুখ। জেলে গিয়ে পর্যন্ত তাঁর সঙ্গে দেখা করেছিলেন তিনি। মনোবল যুগিয়েছিলেন। যতদিন না আরিয়ানকে জেল থেকে বের করতে পারছেন ততদিন শুটিংয়ের নামগন্ধও করেননি শাহরুখ।


এমনকি আরিয়ান জেল থেকে বেরোনোর পরেও বেশ কিছুদিন তাঁকে সঙ্গ দিয়েছিলেন কিং খান। ছেলের মানসিক স্বাস্থ‍্য সুনিশ্চিত করেই কাজে ফিরেছিলেন তিনি। সোশ‍্যাল মিডিয়াতেও মাঝেমধ‍্যেই ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে মাতেন শাহরুখ।

বিভিন্ন সাক্ষাৎকারেও ছেলেমেয়েদের সম্পর্কে কথা বলতে শোনা গিয়েছে কিং খান। এমনি একটি পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর সন্তানদের যদি ধূমপানের নেশা থাকে সেটা তিনি কখনোই চাইবেন না। সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, আগে যখন তাঁকে কেউ জিজ্ঞাসা করত, তাঁর ছেলেমেয়েরা ধূমপান করলে তিনি কী বলবেন, তখন শাহরুখ উত্তর দিতেন, এটাই জীবন। উপভোগ করা উচিত।

কিন্তু এখন যখন তিনি বাবা হয়েছেন, এখন বুঝতে পারেন যে তিনি ভুল করতেন। তিনি কখনোই চাইবেন না তাঁর ছেলে ধূমপান করুক। আর সেটা বোঝানোর জন‍্য সবথেকে ভাল উপায়, তাঁর নিজেরই ধূমপান ছেড়ে দেওয়া। তবে বলা বাহুল‍্য, সেই অভ‍্যাস তিনি ছাড়তে পারেননি। অন‍্যদিকে আরিয়ানও পেয়েছেন বাবারই স্বভাব।

সম্পর্কিত খবর

X