বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। হৃদয়ের দিক থেকেও কিং। তাঁর ভক্ত ছড়ি ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শাহরুখের ভদ্রতা, আভিজাত্যের প্রশংসা করেন সকলেই। কিন্তু অভিনেতা নিজেই নিজের খুঁত বের করেন। তাঁর নাকি বন্ধু টেকে না। বলা ভাল, তিনি নিজেই টেকাতে পারেন না। ক্ষমা চাইতেও মানে লাগে শাহরুখের।
সলমন খানের (Salman Khan) সঙ্গে একসময় তাঁর যে তুমুল ঝগড়া হয়েছিল তা কারোরই অজানা নয়। মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের। পরবর্তীকালে কফি উইথ করন শো তে সঞ্চালক শাহরুখকে প্রশ্ন করেছিলেন, তাঁর কি মনে হয় তাঁকে নিয়ে সলমনের কোনো সমস্যা আছে?
উত্তরে শাহরুখ বলেছিলেন, তিনি জানেন না কীভাবে বন্ধুত্ব ধরে রাখতে হয়। যারা তাকেঁ পছন্দ করেন তাদের ধন্যবাদ জানান। কিন্তু কেউ যদি তাঁকে অপছন্দ করে তাহলে তাঁকে কোনো দোষ দিতে পারবেন না তিনি। কারণ সমস্যাটা তাঁর নিজেকে নিয়ে। তিনি অন্যদের হতাশ করেন।
শাহরুখ বলেছিলেন, তিনি জানেন কীভাবে ক্ষমা চাইতে হয়। কিন্তু সেটা তিনি পারেন না। মানুষকে জড়িয়ে ধরতে ভাল লাগে তাঁর। কিন্তু একজন পুরনো বন্ধুকে জড়িয়ে ধরে ‘ফিরে এসো’ বলতে তিনি পারেন না। নিজের বাবা মাকেই কখনো বলতে পারেননি। মৃত্যুর পর তাদের মরদেহ জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ফিরে এসো আমার কাছে’। কিন্তু তারা ফেরেননি। তাঁর ইচ্ছা হয় ফোন করে ‘সরি’ বলতে। কিন্তু সেটা তিনি পারবেন না। আর তাঁর সেই বয়সও যে ক্ষমা চাইতে শিখবেন।
সলমন একবার জানিয়েছিলেন, ভুল বোঝাবুঝির জন্য শাহরুখ আর তাঁর বন্ধুত্ব ভেঙে যায়। এখন আর কথা বলেন না তাঁরা। ভবিষ্যতেও দুজনের এক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট জানিয়েছিলেন সলমন।
যদিও এখন পরিস্থিতি সম্পূর্ণ অন্য রকম। বিবাদ মিটিয়ে ফের গলায় গলায় বন্ধু হয়ে গিয়েছেন তাঁরা। ‘জিরো’তে গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন সলমন। আগামীতে ‘পাঠান’ ছবিতেও একটি ক্যামিও রয়েছে তাঁর। অপরদিকে শাহরুখকেও একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ‘টাইগার থ্রি’তে।