শাহরুখের জন্মদিনেই বিরাট সারপ্রাইজ ভক্তদের জন‍্য! দাবি মেনে এদিনই আসছে ‘পাঠান’ টিজার!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ২০২৩ এর জন‍্য এখন থেকেই হা পিত‍্যেশ করে অপেক্ষায় সিনেপ্রেমীরা। কারণ আগামী বছর বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি, দু তরফেই ধামাকদার সব ছবি মুক্তি পেতে চলেছে। সবথেকে বড় কথা ২০২৩ এর প্রায় গোটাটাই নিজের নামে বুক করে রেখেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। চার বছর পর বড়পর্দায় ফিরে একসঙ্গে তিন তিনটি ছবি রিলিজ করতে চলেছেন শাহরুখ। আর সেগুলো মুক্তি পাবে ২০২৩ জুড়ে।

আগামী বছরের জানুয়ারিতেই মুক্তি পাওয়ার কথা ‘পাঠান’ এর। শাহরুখের এই ছবিটি নিয়ে বিগত দু বছর ধরে নানান জল্পনা কল্পনা চলছে। ফ‍্যানমেড পোস্টার, টিজার, ট্রেলারে ভরে গিয়েছে সোশ‍্যাল মিডিয়া। কিন্তু এখনো পর্যন্ত প্রথম লুক ছাড়া আর কিছুই জানা যায়নি পাঠান এর ব‍্যাপারে।


উল্লেখ‍্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ছবিটি যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পাবে। তাই বলা বাহুল‍্য, বেশ বড় বাজেটে তৈরি হচ্ছে পাঠান। প্রথম লুকে পেশিবহুল শরীর, লম্বা চুল আর হাতে একটা মেশিনগান নিয়ে দেখা গিয়েছিল শাহরুখকে। অতটুকুতে কি আর মন ভরে ভক্তদের?

বৃহস্পতিবার নেটপাড়া জুড়ে শোরগোল। পাঠানের টিজার হ‍্যাশট‍্যাগ দিয়ে নানান দাবি করছেন নেটিজেনরা। অনেকেই দাবি করছেন, আগামী ২ রা নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষেই পাঠানের টিজার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। টিজার মুক্তির আগেই নেটদুনিয়ার রাশ নিজের হাতে তুলে নিয়েছেন কিং খান।

এত বছর ধরে একাধিক চিত্রনাট‍্য পরে, বুঝে, ভেবেচিন্তে শেষমেষ পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। আগামী বছরের ২৫ জানুয়ারিই মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম কামব‍্যাক ছবি ‘পাঠান’। এতদিনের বিরতির পর এই ছবিটির পেছনে বড় বাজি রাখছেন শাহরুখ। সিনেমা হিট না করলে বিরাট ক্ষতির মুখে পড়বেন অভিনেতা।

তা শাহরুখের ভবিষ‍্যৎ কী বলছে? নামী জ‍্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি সম্প্রতি বলেন, শাহরুখ খান শুধু একটা নাম নয়, একটা আবেগ, অনেকের কাছে আদর্শ। ছবি না চললেও শাহরুখের ভবিষ‍্যৎ অত‍্যন্ত উজ্জ্বল। তবে আগামীতে বেশ কিছু হিট ছবি রয়েছে অভিনেতার কেরিয়ারে, যার মধ‍্যে পাঠান অন‍্যতম। এই ছবির হাত ধরেই নিজের স্টারডম ফেরত পাবেন তিনি, দাবি জ‍্যোতিষীর। উল্লেখ‍্য, পাঠান ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম।

সম্পর্কিত খবর

X